TRENDING:

রোহিত শর্মার জায়গায় কে হবে ভারতের অধিনায়ক, পরিকল্পনা তৈরি বিসিসিআইয়ের

Last Updated:
বিরাট কোহলির হাত থেকে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের ব্যাটন গিয়েছে রোহিত শর্মার হাতে। দ্বিপাক্ষিক সিরিজে দলকে সাফল্যে এনে দিলেও আইসিসি ট্রফির খরা রোহিতও এখনও কাটিয়ে উঠতে পারেননি। রোহিতের পর ভারতের পরবর্তী অধিনায়ক নিয়ে পরিকল্পনা তৈরি বোর্ডের।
advertisement
1/6
রোহিত শর্মার জায়গায় কে হবে ভারতের অধিনায়ক, পরিকল্পনা তৈরি বিসিসিআইয়ের
বিরাট কোহলির হাত থেকে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের ব্যাটন গিয়েছে রোহিত শর্মার হাতে। দ্বিপাক্ষিক সিরিজে দলকে সাফল্যে এনে দিলেও আইসিসি ট্রফির খরা রোহিতও এখনও কাটিয়ে উঠতে পারেননি।
advertisement
2/6
রোহিত অধিনায়ক হওয়ার সময় দুটি লক্ষ্য স্থির করেছিলেন। টি-২০ বিশ্বকাপ ও একদিনের বিশ্বকাপ। গত বছর টি-২০ বিশ্বকাপে সেমি ফাইনালে হারতে হয়েছে ভারতকে। চলতি বছরে ওডিআই বিশ্বকাপ জেতাই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার।
advertisement
3/6
তবে একদিনের বিশ্বকাপের পর ভারতীয় দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে গিয়েছে। কারণ সেই সময় রোহিত শর্মা বয়স ৩৬ পেরিয়ে যাবে। সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরও নিতে পারেনি হিটম্যান।
advertisement
4/6
বিসিসিআই তরফ থেকে সরকারিভাবে ঘোষণা না করা হলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা তাদের পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আর তার মতে রোহিত পরবর্তী যুগে সাদা বলের ক্রিকেটের ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হার্দিক পান্ডিয়ার।
advertisement
5/6
গত আইপিএল গুজরাট চ্যাম্পিয়ন করে নিজেকে প্রমাণ করেছেন হার্দিক। সিনিয়রদের অনুপস্থিতিতে একাধিক টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে জয় এনে দিয়েছেন। পুরোপুরি টি২০ অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। আর সবকিছু ঠিকঠাক থাকলে একদিনের দলের অথধিনায়কও হতে চলেছেন হার্দিক পান্ডিয়া।
advertisement
6/6
বিসিসআইয়েক ওই কর্তা জানিয়েছেন, রোহিতের পরবর্তী সময় হার্দিক পান্ডিয়ার থেকে আর ভালো পরিবর্ত বোর্ডের কাছে নেই। অধিনায়ক হিসেবে ভালো পারফর্মও করেছেন হার্দিক। হার্দিককে সময় দিলে ভালো অধিনায়ক হতে পারেন বলে মনে করেন ওই বোর্ড কর্তা।
বাংলা খবর/ছবি/খেলা/
রোহিত শর্মার জায়গায় কে হবে ভারতের অধিনায়ক, পরিকল্পনা তৈরি বিসিসিআইয়ের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল