BCCI Earnings: বিসিসিআই একাই শের! আইসিসি-র লভ্যাংশের থেকে কোটি কোটি টাকা আয় হবে ভারতের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
BCCI Earning: ভারতীয় বোর্ড আগামী চার বছরে ৬০০ মিলিয়ন ডলারের থেকে অন্তত ২৩০ মিলিয়ন ডলার বার্ষিক আয় করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
1/4

ডারবান: বৃহস্পতিবার ডারবানে বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে রাজস্ব বণ্টন মডেল পাস করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির বার্ষিক আয়ের প্রায় ৩৯ শতাংশ পাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।
advertisement
2/4
তবে এই মডেল থেকে বিসিসিআই কত রাজস্ব পাবে তা উল্লেখ করা হয়নি আইসিসির মিডিয়া রিলিজে। কিন্তু ভারতীয় বোর্ড আগামী চার বছরে ৬০০ মিলিয়ন ডলারের থেকে অন্তত ২৩০ মিলিয়ন ডলার বার্ষিক আয় করবে বলে আশা করা হচ্ছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি৷
advertisement
3/4
এই মোট আয় প্রায় ৩৮.৪ শতাংশ এবং এটি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) থেকে কমপক্ষে ৬ গুণ বেশি, যেটি ৬.৮৯ শতাংশে ৪১ মিলিয়ন ডলার পেয়েছে এবং ক্রিকেট অস্ট্রেলিয়া ৩৭.৫ মিলিয়ন ডলার (প্রায় ৬.২৫ শতাংশ) পাবে। থাকব. তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে তারা।
advertisement
4/4
আইসিসি বিভিন্ন লিগে দলের জন্য বিদেশি ক্রিকেটারদের সীমাও নির্ধারণ করেছে, যাতে নতুন প্রতিযোগিতায় প্রতিটি দল তাদের দলে মাত্র চারজন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে। আসলে ক্রিকেট দুনিয়ার একাধিক দেশে এখন নিজস্ব টি-টোয়েন্টি লিগ হয়৷ যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়াসূচির জন্য বেশ অসুবিধাজনক৷