BCCI Contract List: শাস্তি দিলই বিসিসিআই, নতুন বার্ষিক চুক্তিতে নাম নেই শ্রেয়স- ইশানের, রইল এবারের লিস্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
BCCI Contract List: এছাড়াও জানানো হয়েছে যে ক্রিকেটাররা ৩ টি টেস্ট, ৮ টি ওডিআই, ১০ টি টি টোয়েন্টি খেলবে তারা এমনিতেই গ্রেড সিতে সরাসরি অন্তর্ভুক্ত হবে৷
advertisement
1/8

বিসিসিআই ক্রিকেটারদের বার্ষিক চুক্তি নবীকরণের লিস্ট সামনে এল৷ যেমন আশঙ্কা করা হয়েছিল শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণকে বার্ষিক চুক্তি থেকে সরিয়ে দেওয়া হল৷ বুধবার দিন ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এই চুক্তির নতুন তালিকা বার করল৷ সিনিয়র পুরুষ দল ২০২৩ থেকে ২০২৪ -র৷ এই চুক্তি ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই চুক্তি রয়েছে৷
advertisement
2/8
গ্রেড এ + (Grade A+) ৪ জনরোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)
advertisement
3/8
গ্রেড এ (Grade A ) ৬ জনরবিচন্দ্রন অশ্বিন (R Ashwin), মহম্মদ শামি (Mohd. Shami), মহম্মদ সিরাজ (Mohd. Siraj), কেএল রাহুল (KL Rahul), শুভমান গিল (Shubman Gill) , হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)
advertisement
4/8
গ্রেড বি (Grade B) ৫জনসূর্য কুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant) কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel) যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)
advertisement
5/8
গ্রেড সি (Grade C) ১৫ অ্যাথলিটরিঙ্কু সিং (Rinku Singh), তিলক ভর্মা (Tilak Verma), রতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaekwad), শার্দুল ঠাকুর (Shardul Thakur), শিভম দুবে (Shivam Dube), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), জিতেশ শর্মা (Jitesh Sharma), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), মুকেশ কুমার (Mukesh Kumar), সঞ্জু স্যামসন (Sanju Samson), অর্শদীপ সিং (Arshdeep Singh), কেএস ভরত (KS Bharat), প্রসিদ কৃষ্ণা (Prasidh Krishna), আবেশ খান (Avesh Khan), রজত পাতিদার (Rajat Patidar)
advertisement
6/8
এছাড়াও জানানো হয়েছে যে ক্রিকেটাররা ৩ টি টেস্ট, ৮ টি ওডিআই, ১০ টি টি টোয়েন্টি খেলবে তারা এমনিতেই গ্রেড সিতে সরাসরি অন্তর্ভুক্ত হবে৷ যেরকম ধ্রুব জুরেল, সরফরাজ খান যাঁরা ২ টি করে টেস্ট খেলে ফেলেছেন তাঁরা স্বাভাবিকভাবেই গ্রেড সিতে চলে যাবে যদি আরও একটি টেস্ট খেলেন ধরমশালাতে৷ যেটি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট৷
advertisement
7/8
শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ যে বর্ষিক চুক্তিপত্র রিনিউ বা পুনর্নবীকরণ হয়নি৷
advertisement
8/8
সিলেকশন কমিটি এছাড়াও আকাশ দীপ, বিজয়কুমার, উমরান মালিক , যশ দয়াল এবং বিদ্বাওয়াত কেভারেপ্পা নামও প্রস্তাব করেছে৷ বিসিসিআই জানিয়েছে প্রতি ক্রিকেটার ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করতে হবে৷