TRENDING:

Surya Kumar Yadav: একদিনের ক্রিকেটে কেরিয়ার শেষ সূর্যকুমারের? বড় ইঙ্গিত বোর্ডের নির্বাচক কমিটির প্রধানের

Last Updated:
Surya Kumar Yadav: একদিনের ক্রিকেট থেকে বাদ গিয়েছেন সূর্যকুমার যাদব। সেই নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার।
advertisement
1/5
একদিনের ক্রিকেটে কেরিয়ার শেষ সূর্যকুমারের? বড় ইঙ্গিত নির্বাচক কমিটির প্রধানের
গম্ভীর দায়িত্ব নিতেই একগুচ্ছ পরবর্তন ঘটেছে ভারতীয় ক্রিকেটে। হার্দিককের বদলে টি২০ আন্তর্জাতিকে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে সূর্যকুমারকে।
advertisement
2/5
কিন্তু সেই সঙ্গে একদিনের ক্রিকেট থেকে বাদ গিয়েছেন সূর্যকুমার যাদব। সেই নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার।
advertisement
3/5
তিনি বলেন, “আমরা এখন সূর্যকে নিয়ে (এক দিনের ক্রিকেটে) কোনও আলোচনা করিনি। শ্রেয়স ফিরেছে, রাহুলও ফিরেছে। বিশ্বকাপে (এক দিনের) ওরা ভালই খেলেছে। ঋষভও ফিরেছে। মিডল অর্ডারে বেশ কিছু ভাল অপশন রয়েছে। তাই সূর্য এখন শুধু টি২০ খেলবে।“
advertisement
4/5
বাস্তবে এক দিনের ক্রিকেটে টি২০ ক্রিকেটের মতো সাফল্য পাননি সূর্যকুমার। মোট ৩৭টি এক দিনের ম্যাচ খেলে সূর্য মাত্র ৭৭৩ রান করেছেন, গড় মাত্র ২৫.৭৬।
advertisement
5/5
বিশ্বকাপে সুযোগ পেয়েও আহামরি কিছু করতে পারেননি সূর্যকুমার, তাই তাঁকে এক দিনের ক্রিকেট থেকে সরানো হল বলে মনে করা হচ্ছে। আবার কি সুযোগ পাবেন সূর্য, সেই সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Surya Kumar Yadav: একদিনের ক্রিকেটে কেরিয়ার শেষ সূর্যকুমারের? বড় ইঙ্গিত বোর্ডের নির্বাচক কমিটির প্রধানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল