TRENDING:

BCCI Central Contract: পারফরম্যান্স বলল শেষ কথা! বাদ যাওয়া দুই তরুণ ফিরে পেলেন চুক্তি, বিরাট-রোহিতেদের নিয়ে ধোঁয়াশা সরাল বোর্ড, কার কত স্যালারি হল

Last Updated:
BCCI Cetral Contract: বিসিসিআইয়ের চুক্তি প্রকাশ্যে কে কত টাকা মাইনেতে খেলবেন...
advertisement
1/11
বাদ যাওয়া দুই তরুণ ফিরে পেলেন চুক্তি,বিরাট-রোহিতেদের নিয়ে ধোঁয়াশা কাটাল বোর্ড,মাইনে কত
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০২৪-২৫ মরশুমের জন্য বার্ষিক সেন্ট্রাল কন্ট্র্যাক্ট ঘোষণা করেছে৷ নতুন এই তালিকায় ফের হারানো জায়গা ফিরে পেয়েছেন ২০২৩-২৪ মরশুমে তালিকা থেকে নাম কাটা যাওয়া শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ৷  মাত্র চারজন সিনিয়র খেলোয়াড় A+ বিভাগে জায়গা করে নিয়েছেন তাঁরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
advertisement
2/11
পাশাপাশি নতুন চুক্তিতে প্রথমবার ঠাঁই পেয়েছেন রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানার মতো  তরুণ এবং উদীয়মান ক্রিকেটাররা৷
advertisement
3/11
খেলোয়াড়দের পারফরম্যান্স এবং তিনটি ফর্ম্যাটে অংশগ্রহণের উপর নির্ভর করে কেন্দ্রীয় চুক্তিগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে -- A+, A, B, C - টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর রোহিত, কোহলি এবং জাদেজার A+ ক্যাটাগরি (হায়েস্টে ক্যাপ যেখানে বার্ষিক ৭ কোটি টাকা স্যালারি দেওয়া হয়) থেকে বাদ পরতে পারেন এই বিষয়ে প্রবল জল্পনা ছিল কিন্তু বোর্ড নিজেদের নতুন চুক্তিপত্র দিয়ে বুঝিয়ে দিল এই তিনজনকে তারা ধরে রাখছে।
advertisement
4/11
কিছু শৃঙ্খলাজনিত কারণে বিসিসিআই গত কেন্দ্রীয় চুক্তি থেকে ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার জুটিকে বাদ দিয়েছিল। যদিও আইয়ার ইতিমধ্যেই ওয়ানডে ফর্ম্যাটে ভারতীয় দলে ফিরে এসেছেন, কিষাণ চলমান আইপিএল ২০২৫ অভিযানে আশাব্যঞ্জক লক্ষণ দেখাচ্ছেন।
advertisement
5/11
প্রকৃতপক্ষে, এই বছরের শুরুতে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিযানেও আইয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইয়ার গ্রেড বি ক্যাটাগরিতে ফিরে আসেন এবং ঈশানকে গ্রেড সি ক্যাটাগরিতে যুক্ত করা হয়।
advertisement
6/11
২০২৪-২৫ মরশুমের জন্য বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্র্যাক্টে থাকা খেলোয়াড়দের তালিকা:গ্রেড এ+রোহিত শর্মাবিরাট কোহলিজসপ্রীত বুমরাহরবীন্দ্র জাদেজা
advertisement
7/11
গ্রেড এমহম্মদ সিরাজকেএল রাহুলশুভমান গিলহার্দিক পান্ডিয়ামহম্মদ শামিঋষভ পন্থ
advertisement
8/11
গ্রেড বিসূর্যকুমার যাদবকুলদীপ যাদবঅক্ষর প্যাটেলযশস্বী জয়সওয়ালশ্রেয়স আইয়ার
advertisement
9/11
গ্রেড সিরিংকু সিংতিলক ভার্মাঋতুরাজ গায়কোয়াড়শিভম দুবেরবি বিষ্ণোইওয়াশিংটন সুন্দরমুকেশ কুমারসঞ্জু স্যামসনঅর্শদীপ সিংপ্রসিদ্ধ কৃষ্ণারজত পাতিদারধ্রুব জুরেলসরফরাজ খাননীতীশ কুমার রেড্ডিইশান কিষাণঅভিষেক শর্মাআকাশ দীপবরুণ চক্রবর্তীহর্ষিত রানা
advertisement
10/11
গ্রেড এবং স্যালারি:গ্রেড A+: প্রতি বছর ৭ কোটি টাকাগ্রেড A: প্রতি বছর ৫ কোটি টাকাগ্রেড B: প্রতি বছর ৩ কোটি টাকাগ্রেড C: প্রতি বছর ১ কোটি টাকা
advertisement
11/11
হর্ষিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী হলেন আসন্ন তারকাদের মধ্যে যারা তাদের প্রথম বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন, তাদের ক্যাটাগরি সি-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
BCCI Central Contract: পারফরম্যান্স বলল শেষ কথা! বাদ যাওয়া দুই তরুণ ফিরে পেলেন চুক্তি, বিরাট-রোহিতেদের নিয়ে ধোঁয়াশা সরাল বোর্ড, কার কত স্যালারি হল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল