IPL 2024: সব সিরিজ বন্ধ করে আড়াই মাসের আইপিএল! কোটিপতি লিগ নিয়ে বড় সিদ্ধান্তের পথে আইসিসি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL 2024: ক্রোড়পতি লিগ নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে আইসিসি ও বিসিসিআই।
advertisement
1/6

বিসিসিআইয়ের দাবিই মান্যতা পেতে চলেছে। আগামী বছর সব বড় দলের আন্তর্জাতিক সিরিজ বন্ধ রেখে আড়াই মাস ধরে হবে আইপিএল।
advertisement
2/6
বোর্ডের এই প্রস্তাবে রাজি হয়েছে আইসিসি। সূত্রের খবর, শুধু আইপিএল নয়, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং ইংল্যান্ডের "দ্য হান্ড্রেড" টুর্নামেন্টের জন্যও আগামী বছর আলাদা করে সময় দেবে আইসিসি।
advertisement
3/6
জানা গিয়েছে, ২০২৪ আইপিএলের সময় আর কোনও সিরিজের আয়োজন করবে না আইসিসি। দীর্ঘ আড়াই মাস ধরে আইপিএল আয়োজন করবে বিসিসিআই।
advertisement
4/6
যতদূর জানা গিয়েছে, ২০২৪ আইপিএল শুরু হবে মার্চ মাসের শেষের দিকে। আর প্রতিযোগিতা চলবে জুন মাস পর্যন্ত। এখন আইপিএল হয় ২ মাস। এবার সেটাই বেড়ে হবে আড়াই মাস।
advertisement
5/6
এরই মধ্যে পাকিস্তানের ক্রিকেটাররা কেন আইপিএলে খেলতে পারবে না, তা নিয়ে আইসিসির কাছে প্রশ্ন তুলবে পিসিবি। তবে সূত্রের খবর, ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের জেরে এই সমস্যা নিয়ে আইসিসির কোনও সদস্য মাথা নাও ঘামাতে পারে।
advertisement
6/6
আইপিএল থেকে বিভিন্ন দেশের ক্রিকেটাররা অনেক অর্থ উপার্জন করেন। আইসিসির সদস্য দেশগুলিও মোটা টাকা পায়। তাই এই টুর্নামেন্ট নিয়ে যে কোনও ক্রিকেট খেলিয়ে দেশের উত্সাহ থাকে তুঙ্গে।