Bangladesh : বিশ্বকাপ থেকে বাদ, বাংলাদেশ ক্রিকেটে হইচই! কর্তার ইস্তফা, দলে ফেরানো হচ্ছে দেশের এক নম্বর তারকাকে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রিয়পাত্র ছিলেন শাকিব। তার জেরে নতুন সরকারের আমলে কোণঠাঁসা হতে হয় তাঁকে। তবে সেসব এখন অতীত। আবার বাংলাদেশ ক্রিকেটে শাকিবের আগমন হতে চলেছে।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। তার পর থেকেই পড়শি দেশে ডামাডোল। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ। আইসিসি তাদের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে। এরই মধ্যে জানা যাচ্ছে, বিসিবি শাকিব আল হাসানকে আবার দলে ফেরাতে চাইছে।
advertisement
2/6
বিসিবির অন্যতম ডিরেক্টর ইশতিয়াক সাদেক ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। এর পর বিসিবির আরেক ডিরেক্টর আমজাদ হোসেন জানিয়েছেন, শাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা সব সময় খোলা।
advertisement
3/6
বাংলাদেশের ক্রিকেটমহলের একাংশ মনে করছে, বিসিবি বিশ্বকাপে না খেলার কথা ঘোষণার পর ক্রিকেটভক্তদের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই ক্ষতে প্রলেপ দিতেই হঠাৎ করে শাকিবকে দলে ফেরানোর কথা বলছে বিসিবি।
advertisement
4/6
২০২৪ সালের অক্টোবরে ভারতের বিরুদ্ধে শেষবার টেস্টে খেলেছিলেন শাকিব। তার পর থেকে আর বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ হয়নি তাঁর। বিসিবি যা ইঙ্গিত দিয়েছে তাতে আবার শাকিবকে বাংলাদেশ দলে দেখা যাবে খুব তাড়াতাড়ি।
advertisement
5/6
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রিয়পাত্র ছিলেন শাকিব। তার জেরে নতুন সরকারের আমলে কোণঠাঁসা হতে হয় তাঁকে। তবে সেসব এখন অতীত। আবার বাংলাদেশ ক্রিকেটে শাকিবের আগমন হতে চলেছে।
advertisement
6/6
বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তা হলে কোন সিরিজ থেকে আবার শাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাবে! সেই বিষয়ে এখনও বিসিবি কিছু বলেনি। তবে বিসিবির সূত্র বলছে, ইতিমধ্যে শাকিবের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।