মুস্তাফিজুরকে বাদের প্রতিবাদে ভারতের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল বাংলাদেশ! PCB-র পথে হাঁটছে BCB
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
India Bangladesh in T20 World Cup: ভারতের বিরুদ্ধে এবার চরম সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হিসাবে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ।
advertisement
1/5

ভারতের বিরুদ্ধে এবার চরম সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হিসাবে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ।
advertisement
2/5
এর আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তান ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছিল। এবার পাকিস্তানের পথেই পা মেলাল পাকিস্তানের 'আধুনিক বন্ধু' বাংলাদেশ।
advertisement
3/5
রবিবার দুপুরে বাংলাদেশ বোর্ডের ১৭ জন সদস্যকে নিয়ে হওয়া বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না তারা। ভারতে বাংলাদেশের ৪টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই রয়েছে কলকাতায়। তাই বাংলাদেশ ভারতে খেলতে না আসায় এক মাস আগেই টি২০ বিশ্বকাপের ভেন্যু বদলাতে পারে।
advertisement
4/5
বাংলাদেশের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (৭ ফেব্রুয়ারি, ২০২৬), ইটালি (৯ ফেব্রুয়ারি), আর ইংল্যান্ড (১৪ ফেব্রুয়ারি) এই ম্যাচগুলি ইডেনে হওয়ার কথা, আর নেপালের বিরুদ্ধে (১৭ ফেব্রুয়ারি) মুম্বইতে হওয়ার কথা ছিল। আইসিসিকে চিঠি পাঠিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠাচ্ছে বিসিবি।
advertisement
5/5
এই প্রসঙ্গে বাংলাদেশের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, "কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।"