India-Pakistan Match On WT20: ধোনির অন্ধভক্ত বশির চাচা আজ কার সমর্থক? ভারত নাকি পাকিস্তান?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bashir Chacha: বশির চাচাকে তো বেশিরভাগ সময় দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে। আজ তিনি কার সমর্থক!
advertisement
1/5

এমএস ধোনি অবসর নেওয়ার পর তিনিও মাঠে আসা ছেড়ে দিয়েছিলেন। আবার সেই ধোনি মাঠে ফেরায় তিনিও কয়েক হাজার মাইল রাস্তা পেরিয়ে দুবাই এসে পৌঁছেছেন। তাঁর মতো ধোনি ভক্ত হয়তো গোটা দুনিয়ায় কমই আছে। বশির চাচা কিন্তু ধোনির অন্ধভক্ত।
advertisement
2/5
পাকিস্তানি বংশোদ্ভুত বশির চাচা থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ধোনি এখন ভারতীয় দলের মেন্টর। অর্থাত্, মাঠে এলেই তিনি ধোনিকে আবার দেখতে পাবেন, কথা বলতে পারবেন। তাই চলে এসেছেন দুবাইতে। আজ ভারত-পাকিস্তান মহাম্যাচে বশির চাচা থাকবেন গ্যালারিতে। ঠিক আগের মতোই।
advertisement
3/5
পাকিস্তানি হলেও বশির চাচাকে বেশিরভাগ সময়ই দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে। কখনও রোহিত শর্মা, কখনও ঋষভ পন্থের সঙ্গে ছবি তোলেন তিনি। ফলে অনেকের মনেই প্রশ্ন জাগে, ভারত-পাকিস্তান ম্যাচ হলে বশির চাচা কাকে সমর্থন করেন!
advertisement
4/5
ভারত-পাকিস্তান ম্যাচে আজ বশির চাচা কাকে সমর্থন করবেন! এমন প্রশ্ন শুনে এক গাল হাসলেন পাকিস্তানের বশির চাচা। স্পষ্ট জানালেন, তিনি দুবাই এসেছেন ধোনির জন্যই। তবে তাঁর সমর্থন সব সময় থাকবে পাকিস্তানের জন্য। কারণ তিনি মনে-প্রাণে পাকিস্তানি।
advertisement
5/5
দুবাইতে পা রাখার পর থেকেই বশির চাচাকে ঘিরে সংবাদমাধ্যমের ভিড়। তাঁর জনপ্রিয়তা তো কম নয়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। তিনি একটি টি-শার্ট পরে ছবিটি তুলেছিলেন। সেই টি-শার্টে লেখা ছিল, ওয়েলকাম ব্যাক ধোনি।