ধোনিকে মিস করছে গুয়াহাটি, কোহলির জন্য প্রতীক্ষা শুরু রাতের বর্ষা পাড়ায়
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Barsapara stadium Guwahati missing MS Dhoni before T20 match between India and SA. ধোনিকে মিস করছে গুয়াহাটি, কোহলির জন্য প্রতীক্ষা শুরু বর্ষা পাড়ায়
advertisement
1/4

ম্যাচকে কেন্দ্র করে কয়েক ঘন্টা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে জনজোয়ার। শেষবার ২০২০ সালে ম্যাচ ভেস্তে গিয়েছিল এই মাঠে। দর্শকদের মুখে রং মাখানোর জন্য উপস্থিত ফেরিওয়ালা
advertisement
2/4
মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা চোখে পড়েছে অসমের ক্রিকেট স্টেডিয়ামে। দলে না থাকা সত্ত্বেও তাকে যে মিস করছেন গুয়াহাটির মানুষ সেটা এই পোস্টার দেখে পরিষ্কার
advertisement
3/4
পাশাপাশি বিরাট কোহলির জনপ্রিয়তা প্রচুর পরিমাণে রয়েছে এখানে। একে অপরের মুখ রাঙিয়ে দিচ্ছেন ভারতের পতাকার রঙে। শেষবার বিরাট এবং রোহিত দুজনেই সেঞ্চুরি করেছিলেন এখানে
advertisement
4/4
সবুজ মকমলের মতো মাঠ অপেক্ষা করে আছে ক্রিকেটারদের জন্য। তবে রাতের দিকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির