Bangladesh vs UAE: হায় রে বাংলাদেশ ক্রিকেট! ২০ বছরে কোনও উন্নতি নেই! এবার টাইগাররা যাদের কাছে হারল...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বাংলাদেশ ক্রিকেটে আবার ভরাডুবি! এবার টাইগাররা টি-২০ সিরিজ হারল সংযুক্ত আরব আমিরশাহীর কাছে। ২-১ ব্যবধানে হার।
advertisement
1/5

২০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের তা হলে কোনও উন্নতি নেই! বিশ্বকাপ হোক বা কোনও বড় টুর্নামেন্ট, বাংলাদেশের ফাইনাল খেলা হয় না। এখন তো ধারে-ভারে তাদের থেকে কম শক্তিশালী দলও হারিয়ে দিচ্ছে।
advertisement
2/5
সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে মুখে চুনকালি পড়ল বাংলাদেশ ক্রিকেট দলের। তিন ম্য়াচের টি-২০ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারল। তার থেকেও বড় কথা, দুর্বল আরব আমিরশাহীর বিরুদ্ধে তারা সিরিজে তৃতীয় টি-২০ ম্য়াচে ৭ উইকেটে হেরেছে। খেলার মাঠে টাইগার নামটা কি এবার তাহলে হারিয়ে ফেলবে বাংলাদেশ!
advertisement
3/5
এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তিনি বললেন, 'এমন জঘন্য় পারফরম্য়ান্স করব, সেটা স্বপ্নেও ভাবিনি। তবে এগুলো খেলার অংশ। আমিরশাহী যা পারফরম্যান্স করেছে তাতে ওদের আমরা সম্মান করছি।'
advertisement
4/5
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৬২ রান তুলেছিল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জাকের আলি (৪১)। এছাড়া ৪০ রান করেন ওপেনার তানজিদ হাসান। জবাবে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি হাঁকান আলিশান শরাফু। ৪৭ বলে ৬৮ রান করে তিনি অপরাজিত। অন্যদিকে, ৪১ রানে অপরাজিত থাকেন আসিফ খান। সহজেই ম্যাচ জিতে নেয় তারা।
advertisement
5/5
কেন বারবার এমন ভরাডুবির মধ্যে পড়ছে বাংলাদেশ ক্রিকেট! কী কারণ! অনেকে বলছেন, দল নির্বাচনে সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা করছে বাংলাদেশ বোর্ড। আর তাতেই অনেক ভাল ক্রিকেটারকে বসিয়ে দেওয়া হচ্ছে। ফলে তার ফল ভোগ করছে বাংলাদেশ ক্রিকেট।