TRENDING:

Bangladesh In T-20 World Cup 2021: টানা পাঁচ ম্যাচে হেরেও হাতে বড় পুরস্কার! পরের বিশ্বকাপে নাম পাকা করে রাখল বাংলাদেশ

Last Updated:
Bangladesh will play 2022 T-20 World Cup Super Twelve: পাঁচ ম্যাচে হারের পরও এমন পুরস্কার কিন্তু সবাই পায় না। বাংলাদেশ পেল।
advertisement
1/6
টানা পাঁচ ম্যাচে হেরেও হাতে বড় পুরস্কার! পরের বিশ্বকাপে নাম পাকা করল বাংলাদেশ
খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ-এর একটি ম্যাচেও জিততে পারেনি মাহমুদুল্লাহর দল। এবারের মতো বাংলাদেশের ক্রিকেটাররা শূন্য হাতেই দেশে ফিরবেন।
advertisement
2/6
এবার টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে একটি ম্যাচও না জিতে পরের বিশ্বকাপের সুপরার টুয়েলভ-এর জন্য নাম পাকা করে রাখল বাংলাদেশ। ফলে এবারের মতো পরের বিশ্বকাপে আর যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে না তাদের।
advertisement
3/6
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম, আটটি দল সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলতে পারবে। বাকি চারটি দলকে যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলতে হবে। আইসিসি জানিয়েছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং রানার্স সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলবে। বাকি ছ'টি দল বেছে নেওয়া হবে ক্রমপর্যায়ের ভিত্তিতে। ১৫ নভেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিং-এর ভিত্তিতে সেই ছ'টি দল বাছা হবে।
advertisement
4/6
শর্ত ছিল, ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে আট নম্বর পর্যন্ত থাকা দলগুলি পরের বিশ্বকাপে সুপার টুয়েলভ সরাসরি খেলার সুযোগ পাবে। বাংলাদেশ আছে আটে। শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় লাভ হয়েছে বাংলাদেশের।
advertisement
5/6
এখন প্রশ্ন হচ্ছে, ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ যে টি-২০ ক্রমতালিকায় আট নম্বরেই থাকবে, তার কী গ্যারান্টি আছে! আসলে শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজের ১৫ নভেম্বর পর্যন্ত আর কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে বাংলাদেশের আট নম্বর জায়গা পাকা।
advertisement
6/6
চলতি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচে পর পর হার। একের পর এক হার বাংলাদেশ ক্রিকেটারদের মনোবলেও আঘাত করেছে। তবুও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
বাংলা খবর/ছবি/খেলা/
Bangladesh In T-20 World Cup 2021: টানা পাঁচ ম্যাচে হেরেও হাতে বড় পুরস্কার! পরের বিশ্বকাপে নাম পাকা করে রাখল বাংলাদেশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল