Shakib Al Hasan: রেগে আগুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিস্তর ফাঁসতে পারেন শাকিব আল হাসান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নজমুল হাসান বলেছেন, ‘‘সাট্টাবাজি কেবল ক্রিকেটেই নয়, সারা দেশেই নিষিদ্ধ৷ আইন আদৌ এর অনুমতি দেয় না৷ এটা খুবই গম্ভীর মামলা৷ ’’
advertisement
1/4

#ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh National Cricket Team) অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) বড় বিপদের মুখে৷ একের পর এক বিপদ এসেই চলেছে শাকিবের৷ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে এই বড় ঝটকা লেগেছে৷ বিসিবি জানিয়ে দিয়েছে সাট্টাবাজি সংক্রান্ত কোনও কোম্পানির সঙ্গে স্পনসরশিপ ডিল করার অনুমতি বোর্ড দেয় না৷ এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জোর দিয়ে জানিয়েছে স্পনসরশিপ ডিলের অনুমতি দেয় না৷ এছাড়াও বোর্ড তার সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে৷ তাঁর বেটবিনর নিউজ নামের কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেধেছে৷ Photo- File
advertisement
2/4
তিনি আরও বললেন, ‘‘দুটি জিনিস আছে, সবার আগে অনুমতি দেওয়ার কোনও সুযোগ নেই, আমরা তাকে অনুমতি দেবে না৷ যদি সাট্টাবাজি সম্পর্কিত কোনও কিছুর সঙ্গে যুক্ত অনুমতি দেবে না৷ দ্বিতীয় বিষয় আরও একটা বোর্ড খতিয়ে দেখবে এই সংস্থার সঙ্গে কোনও চুক্তিপত্রে স্বাক্ষর করছে কিনা শাকিব আল হাসান৷ ’’ Photo Courtesy- Instagram
advertisement
3/4
বিসিবি-র অধ্যক্ষ এছাড়াও জানিয়েছেন, ‘‘বৈঠকের সময় আজ এই বিষয়টি তোলা হতে পারে৷ এটা অসম্ভব৷ যদি উনি এরকম করেন তাহলে দ্রুত জেরা করা হবে৷ তাঁকে নোটিশ দেওয়া হক, জিজ্ঞাসা করা হক এরকম কীভাবে হল৷ কারণ বোর্ড এটার অনুমতি দেয় না৷ সাট্টাবাজিকে আমরা কখনই অনুমতি দেব না৷ Photo Courtesy- Instagram
advertisement
4/4
নজমুল হাসান বলেছেন, ‘‘সাট্টাবাজি কেবল ক্রিকেটেই নয়, সারা দেশেই নিষিদ্ধ৷ আইন আদৌ এর অনুমতি দেয় না৷ এটা খুবই গম্ভীর মামলা৷ ’’ Photo- File