TRENDING:

Shakib Al Hasan: রেগে আগুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিস্তর ফাঁসতে পারেন শাকিব আল হাসান

Last Updated:
নজমুল হাসান বলেছেন, ‘‘সাট্টাবাজি কেবল ক্রিকেটেই নয়, সারা দেশেই নিষিদ্ধ৷ আইন আদৌ এর অনুমতি দেয় না৷ এটা খুবই গম্ভীর মামলা৷ ’’
advertisement
1/4
রেগে আগুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিস্তর ফাঁসতে পারেন শাকিব আল হাসান
#ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh National Cricket Team) অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) বড় বিপদের মুখে৷ একের পর এক বিপদ এসেই চলেছে শাকিবের৷ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে এই বড় ঝটকা লেগেছে৷ বিসিবি জানিয়ে দিয়েছে সাট্টাবাজি সংক্রান্ত কোনও কোম্পানির সঙ্গে স্পনসরশিপ ডিল করার অনুমতি বোর্ড দেয় না৷ এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জোর দিয়ে জানিয়েছে  স্পনসরশিপ ডিলের অনুমতি দেয় না৷ এছাড়াও বোর্ড তার সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে৷ তাঁর বেটবিনর নিউজ নামের কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেধেছে৷ Photo- File 
advertisement
2/4
তিনি আরও বললেন, ‘‘দুটি জিনিস আছে, সবার আগে অনুমতি দেওয়ার কোনও সুযোগ নেই,  আমরা তাকে অনুমতি দেবে না৷ যদি সাট্টাবাজি সম্পর্কিত কোনও কিছুর সঙ্গে যুক্ত অনুমতি দেবে না৷ দ্বিতীয় বিষয় আরও একটা বোর্ড খতিয়ে দেখবে এই সংস্থার সঙ্গে কোনও চুক্তিপত্রে স্বাক্ষর করছে কিনা শাকিব আল হাসান৷ ’’ Photo Courtesy- Instagram 
advertisement
3/4
বিসিবি-র অধ্যক্ষ এছাড়াও জানিয়েছেন, ‘‘বৈঠকের সময় আজ এই বিষয়টি তোলা হতে পারে৷ এটা অসম্ভব৷ যদি উনি এরকম করেন তাহলে দ্রুত জেরা করা হবে৷ তাঁকে নোটিশ দেওয়া হক, জিজ্ঞাসা করা হক এরকম কীভাবে হল৷ কারণ বোর্ড এটার অনুমতি দেয় না৷ সাট্টাবাজিকে আমরা কখনই অনুমতি দেব না৷ Photo Courtesy- Instagram 
advertisement
4/4
নজমুল হাসান বলেছেন, ‘‘সাট্টাবাজি কেবল ক্রিকেটেই নয়, সারা দেশেই নিষিদ্ধ৷ আইন আদৌ এর অনুমতি দেয় না৷ এটা খুবই গম্ভীর মামলা৷ ’’ Photo- File
বাংলা খবর/ছবি/খেলা/
Shakib Al Hasan: রেগে আগুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিস্তর ফাঁসতে পারেন শাকিব আল হাসান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল