TRENDING:

ভারতের কাছে হেরে বিরাট সিদ্ধান্ত, বাংলাদেশের শাকিবের বড় ঘোষণা, বদলে যাবে জীবন!

Last Updated:
Shakib Al Hasan retirement- ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এলেন শাকিব আল হাসান। জানিয়ে দিলেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
advertisement
1/6
ভারতের কাছে হেরে বিরাট সিদ্ধান্ত, বাংলাদেশের শাকিবের বড় ঘোষণা, বদলে যাবে জীবন!
ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এলেন শাকিব আল হাসান। জানিয়ে দিলেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। অর্থাৎ বাংলাদেশের সর্বকালের সেরা বাঁহাতি অলরাউন্ডার আর টি-২০ ক্রিকেট খেলবেন না।
advertisement
2/6
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন তিনি। তবে ঘরের মাঠে খেলার সুযোগ না পেলে শুক্রবার হয়তো ভারতের বিরুদ্ধেই জীবনের শেষ টেস্ট খেলতে নামবেন তিনি।
advertisement
3/6
শাকিব বলেন, আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি,।মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। প্রসঙ্গত, অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ।
advertisement
4/6
২০০৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পথচলা শুরু হয়েছিল শাকিবের। ওই বছরই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও অভিষেক হয়েছিল তাঁর।
advertisement
5/6
হাসিনা সরকারের পতনের পর শাকিবের বিরুদ্ধে খুনের মামলা হয়। তাই এখনই শাকিবের দেশে ফেরার সম্ভাবনা কম। সেক্ষেত্রে তিনি মিরপুর টেস্টে খেলতে পারবেন কি না বলা মুশকিল! আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন শাকিব।
advertisement
6/6
১৮ বছরের কেরিয়ারে ৭০ টেস্টে ৫টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরিতে ৪০০ রান করেছেন শাকিব। অন্যদিকে, বল হাতে ২৪২টি উইকেট নেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
ভারতের কাছে হেরে বিরাট সিদ্ধান্ত, বাংলাদেশের শাকিবের বড় ঘোষণা, বদলে যাবে জীবন!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল