Eden Gardens | Bangla News: ডিমের খোলা, জুতো-দেশলাইয়ের বাক্স, দুধের প্যাকেট দিয়ে তৈরি ইডেন ! দেখুন চমকে দেওয়া সব ছবি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Eden Gardens Replica made by a class 12 Student: ফেলে দেওয়া জিনিস দিয়ে দ্বাদশ শ্রেণির এই ছাত্র অনায়াসে তৈরি করে ফেলে দেশ-বিদেশের স্টেডিয়ামের রেপ্লিকা।
advertisement
1/9

প্রত্যেকের বাড়িতেই মাঝেমধ্যে আসে ডিমের ক্রেট, জুতোর বাক্স, দুধের কৌটো, জামা কাপড়ের বোর্ড। প্রায় প্রত্যেকেই কাজ মিটে গেলে সেগুলি ফেলে দেন। তবে সোদপুরের দ্বাদশ শ্রেণির ছাত্র সায়ন বসাক এগুলোই যত্ন করে তুলে রাখে। ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে দেশ-বিদেশের স্টেডিয়ামের রেপ্লিকা। সমস্ত ট্রফির রেপ্লিকা। Story: Eeron Roy Barman
advertisement
2/9
সম্প্রতি ক্রিকেটের নন্দনকানন ইডেন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সায়ন। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই জনপ্রিয়তা পাচ্ছে সায়নের হাতের কাজ। ২০১৬ সালে প্রথমবার বাবার সঙ্গে ইডেনে খেলা দেখতে গিয়েছিল সায়ন। ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে দেখতে ইডেনের প্রেমে পড়ে যায় সায়ন। ম্যাচের থেকে বেশি ইডেনের সাজসজ্জা দেখেছিলেন সেদিন তৎকালীন সপ্তম শ্রেণীর ছাত্র সায়ন বসাক। বাড়ি ফিরে সে ঠিক করে, তৈরি করবে ইডেন গার্ডেন্স স্টেডিয়াম।
advertisement
3/9
তবে প্রথম দিকে সেভাবে বানিয়ে উঠতে পারছিল না সায়ন। কয়েক বছর লেগে যায় মডেল তৈরি শিখতে। মায়ের পরামর্শেই ছোট ছোট মডেল তৈরি করতে শুরু করে সায়ন।
advertisement
4/9
ক্রিকেটের ভক্ত সায়ন প্রথমে জাহাজ, ট্রেন, গাড়ির মডেল তৈরি করতে শুরু করে ফেলে দেওয়া জিনিস দিয়ে। আস্তে আস্তে ক্রিকেটের সমস্ত ট্রফি বানাতে শুরু করে। বিশ্বকাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি, আইপিএল ট্রফি তৈরি করে ফেলেছে সায়ন। তবে সবাইকে সে চমকে দিয়েছে ক্রিকেট স্টেডিয়াম তৈরির মুন্সিয়ানায়।
advertisement
5/9
ইডেনের পাশাপাশি লর্ডসও তৈরি করেছে। সায়নের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে অসমের বর্ষাপাড়া স্টেডিয়াম। তবে সব কিছুকে যেন ছাপিয়ে গিয়েছে ইডেন গার্ডেন্স।
advertisement
6/9
বছর পাঁচেক আগে যা স্বপ্ন সায়ন দেখেছিল তা বাস্তবে তৈরি করে দেখাতে সে সফল। ডিমের খোলা, জুতোর বাক্স, দেশলাই বাক্স, ভেলভেট পেপার দিয়ে তৈরি করেছে ক্রিকেটের নন্দনকানন।
advertisement
7/9
পুঙ্খানুপুঙ্খ ভাবে ফুটিয়ে তুলেছে ইডেনের যাবতীয় সাজসজ্জা। ক্লাব হাউজ, স্কোর বোর্ড, ইডেন ঘড়ি থেকে ইডেন বেল সবই রয়েছে সায়নের মডেলে।
advertisement
8/9
ক্লাব হাউজের বাইরে যে ক্রিকেটারদের ছবি রয়েছে সেগুলো সায়ন অবিকল তৈরি করে ফেলেছে। সায়নের তৈরি ইডেন ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে অর্ডার পেতে শুরু করেছে এই দ্বাদশ শ্রেণির ছাত্র। সায়নের কথায়, ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পেরেছি। যাবতীয় সব ফেলে দেওয়ার জিনিস দিয়ে তৈরি করেছি ইডেন গার্ডেন্স। আমার স্বপ্ন সিএবি-র হাতে ইডেনের মডেলটি তুলে দেওয়ার।
advertisement
9/9
সায়নের কথায়, ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পেরেছি। যাবতীয় সব ফেলে দেওয়ার জিনিস দিয়ে তৈরি করেছি ইডেন গার্ডেন্স। আমার স্বপ্ন সিএবি-র হাতে ইডেনের মডেলটি তুলে দেওয়ার।