KKR vs RCB: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর কেকেআরে! এবার কী করবে নাইট ম্যানেজমেন্ট?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Bad News For Kolkata Knight Riders Ahead Of KKR vs RCB First Match In IPL 2025: ২২ মার্চ আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ঘরের মাঠে আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তার আগেই খারাপ খবর কেকেআর শিবিরে।
advertisement
1/5

২২ মার্চ আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ঘরের মাঠে আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তার আগেই খারাপ খবর কেকেআর শিবিরে।
advertisement
2/5
একে একে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন সকল প্লেয়ারা। কিন্তু চোটের কারণে ভারতের তরুণ স্পিড স্টার উমরান মালিককে নিয়ে প্রথম থেকেই ছিলেন অনিশ্চিত।
advertisement
3/5
প্রথম ম্যাচের আগে কেকেআরের তরফ থেকে জানিয়ে দেওয়া হল চোটের কারণে পুরো ২০২৫ আইপিএল মরশুম থেকে ছিটকে গেলেন ডান হাতি আগুনে গতির পেসার।
advertisement
4/5
কোমরের চোটের জন্য দীর্ঘ দিন ধরে উমরান মালিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। রিহ্যাব চলছে তরুণ পেসারের। মনে করা হয়েছিল আইপিএলের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তা আর হল না।
advertisement
5/5
৭৫ লক্ষ টাকা দিয়ে উমরান মালিককে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় তার বদলি প্লেয়ারও নিয়ে নিল নাইটরা। উমরানের বদলে দলে এসেছেন চেতন সাকারিয়া।