TRENDING:

Ayrton Senna: রেস চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছিল প্রাণ, তিনবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন আয়ারটন সেনার কাহিনি

Last Updated:
Ayrton Senna Crash: ১৯৯৪ সালে মারিনো গ্র্যান্ড পিক্সের সময় কংক্রিটে ধাক্কা মারে আয়ারটনের রেসিং কার। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।
advertisement
1/7
রেস চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছিল প্রাণ, জানুন আয়ার্টন সেনার কাহিনি
একমাথা ঝাঁকড়া চুল। ভাবুক দুই চোখ। কিন্তু ট্র্যাকে যখন নামেন তখন সেই চোখেই আগুন ছোটে। উল্কার মতো গতি। ভক্তরা বলেন, ফর্মুলা ওয়ানের ভগবান। হ্যাঁ, তিনি আয়ারটন সেনা। মাত্র ৩৪ বছর বয়সে ট্র্যাকেই থেমে গিয়েছে তাঁর জীবন। বুধবার তিনবারের ফর্মুলা ১ চ্যাম্পিয়ান আয়রটন সেনার ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করলেন অনুরাগীরা।
advertisement
2/7
১৯৯৪ সালে মারিনো গ্রাঁ প্রি-র সময় কংক্রিটে ধাক্কা মারে আয়ারটনের রেসিং কার। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। সম্প্রতি ইমোলা ট্র্যাকের সেই জায়গাতেই আয়ারটনের স্মৃতিতে ফুল, মালা দিলেন অনুরাগীরা। প্রতি ঘণ্টায় ১৮৫ মাইল বেগে ছুটছিল আয়ারটনের রেসিং কার।
advertisement
3/7
বাঁক ঘোরার মুখে আচমকাই নিয়ন্ত্রন হারিয়ে কংক্রিটের দেওয়ালে ধাক্কা মারে তাঁর গাড়ি। এদিন আয়ারটনের মৃত্যুর ৩০ বছর পর ঠিক সেই সময় অর্থাৎ দুপুর ২.১৭-এ এক মিনিটের নীরবতা পালন করেন আয়ারটন অনুরাগীরা।
advertisement
4/7
এর ঠিক একদিন আগেই ফর্মুলা ওয়ানের যোগ্যতা অর্জন রেসে মর্মান্তিক মৃত্যু হয় রোল্যান্ড রাটজেনবার্গের। আয়ারটন সেনার পাশাপাশি তাঁর স্মৃতিতেও ফুল, মালা অর্পণ করেন অনুরাগীরা। উপস্থিত ছিলেন ফর্মুলা ওয়ানের সিইও স্টেফানো ডোমেনিকালি, ব্রাজিল ও ইতালির রাজনীতিবিদ, অস্ট্রিয়ার এক প্রতিনিধি-সহ ফর্মুলা ওয়ানের শত শত ভক্ত। Photo: AP
advertisement
5/7
আয়ারটন সেনা ব্রাজিলিয়ান ড্রাইভার। ১৯৮৮, ১৯৯০ এবং ১৯৯১ সালের ফর্মুলা ওয়ান খেতাব জিতেছিলেন তিনি। মাত্র দশ বছরে আয়ারটন ৬৫টি পোল পজিশন, ৮০ পোডিয়াম এবং ৪১টি জয় পেয়েছেন। ৬০০-র বেশি পয়েন্ট স্কোর করেছেন। রোল্যান্ড রাটজেনবার্গ ছিলেন অস্ট্রিয়ার ফর্মুলা ওয়ান রুকি।
advertisement
6/7
ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, “ওঁরা দেশকে নেতৃত্ব দিয়েছেন। খেলাধুলোর ইতিহাসের অংশ”। যদি সেদিনের দুর্ঘটনা না ঘটত, মাত্র ৩৪ বছর বয়সে জীবন শেষ হয়ে না যেত, তাহলে ফর্মুলা ওয়ানের ইতিহাসে অমর হয়ে থাকতেন আয়ারটন। এমনটা মনে করেন অনেকেই।
advertisement
7/7
মারাত্মক দুর্ঘটনায় আয়রটন সেনার মৃত্যু নাড়িয়ে দেয় ভক্তদের। ফর্মুলা ওয়ানের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে। তাঁর মৃত্যুর পরই ইমোলা ট্র্যাক এবং ফর্মুলা ওয়ানের নিরাপত্তা বাড়ানো হয়। বিপজ্জনক মোড়ের চারপাশে বাড়তি জায়গা রাখা শুরু হয়। Photo: AFP
বাংলা খবর/ছবি/খেলা/
Ayrton Senna: রেস চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছিল প্রাণ, তিনবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন আয়ারটন সেনার কাহিনি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল