সানিয়া মির্জার সংসার ভাঙল যাঁর জন্য, সেই পাক অভিনেত্রী কিন্তু চোখ ঝলসানো সুন্দরী!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ayesha Omar-Shoiab Malik: শোয়েব মালিক এখন এই পাক অভিনেত্রীর প্রেমে বিভোর। এদিকে মনমরা সানিয়া মির্জা।
advertisement
1/6

ফাটল ধরেছে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের দাম্পত্যে। শোনা যাচ্ছে, তাঁরা নাকি আর এক সঙ্গে থাকবেন না! পাক অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শোয়েব।
advertisement
2/6
পাকিস্তানের ‘ওকে’ পত্রিকার ফটোশুটে গিয়েই আলাপ হয়েছিল দু’জনের। সেই আলাপ গড়িয়ে যায় সম্পর্কে। আয়েশা ও শোয়েব এখন একে অপরকে চোখে হারাচ্ছেন।
advertisement
3/6
ওইপত্রিকার গত বছরের সেপ্টেম্বর সংখ্যাতেই প্রচ্ছদে ছিলেন শোয়েব আর আয়েশা। ফটোশুটের প্রথম দিন থেকেই নাকি তাঁদের রসায়ন ছিল দেখার মতো।
advertisement
4/6
আলাপের প্রথম দিন ফিটনেস, ক্রিকেট, সিনেমা নিয়ে আলোচনা হয়েছিল দুজনের। দীর্ঘ সময় চলছিল আড্ডা। আর সেই আড্ডার ফাঁকে চলছিল ফটোশুট।
advertisement
5/6
একের পর এক ঘনষ্ঠ মুহূর্তের শুট হতে থাকে। তখনই নাকি ‘নতুন সম্পর্কের রসায়ন’ অনেকের চোখে পড়েছিল।
advertisement
6/6
কখনো পুলে, কখনও আবার বেজরুমে একের পর এক ছবি। শোয়েব বলেছিলেন, এমন ফটোশুট করতে গিয়ে তিনি বারবার অস্বস্তিতে পড়ছিলেন। তবে আয়েশা তাঁকে সাহায্য করেন।