Aus vs Pak: অধিনায়কত্ব ছেড়ে ইতিহাস গড়লেন বাবর আজম, পার্থ টেস্টে নতুন কীর্তি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Aus vs Pak Perth Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে কোণঠাসা পাকিস্তান দল। ব্যাট হাতে সফল হতে পারেননি দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজমও। বড় রান না পেলেও ব্যাটার হিসেবে এক অনন্য রেকর্ড গড়লেন বাবর আজম।
advertisement
1/5

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৬০ রানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। ব্যাট হাতে সফল হতে পারেননি দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজমও।
advertisement
2/5
প্রথম ইনিংসে ২১ ও দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেছেন বাবর আজম। বড় রান না পেলেও ব্যাটার হিসেবে এক অনন্য রেকর্ড গড়লেন বাবর আজম। ছাপিয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অনেক রথী-মহারথীকে।
advertisement
3/5
পার্থ টেস্টের তৃতীয় দিনে দলের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করে ফেরেন বাবর আজম। পাকিস্তানের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
advertisement
4/5
একইসঙ্গে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। জাভেদ মিয়াঁদাদ ১৩ হাজার রান করেছিলেন ৩০৫ ইনিংসে। বাবর করলেন ৩০১ ইনিংসে।
advertisement
5/5
মহম্মদ ইউসুফ ৩২২, ইনজামাম-উল-হক ৩৫২ এবং ইউনিস খান ৩৭২ ইনিংসে ১৩,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন। সকলকে পিছনে ফেলে ইতিহাস নিজের নামে করলেন বাবর আজম।