TRENDING:

AUS vs IND: 'ওর কাঁধে মারব'! সিরিজ শুরুর আগেই কোহলিকে হুমকি অজি তারকার! পাল্টা কী জবাব দিলেন বিরাট?

Last Updated:
Aus vs Ind: পার্থে প্রথম টেস্ট শুরুর আগেই মাঠের বাইরের খেলা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রাক্তন থেকে বর্তমান অজি প্লেয়াররা ভারতের প্লেয়ারদের একের পর এক আক্রমণ করেই চলেছে। এবার নিশানায় বিরাট কোহলি।
advertisement
1/6
AUS vs IND: 'ওর কাঁধে মারব'! সিরিজ শুরুর আগেই কোহলিকে হুমকি অজি তারকার!
পার্থে প্রথম টেস্ট শুরুর আগেই মাঠের বাইরের খেলা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রাক্তন থেকে বর্তমান অজি প্লেয়াররা ভারতের প্লেয়ারদের একের পর এক আক্রমণ করেই চলেছে। এবার নিশানায় বিরাট কোহলি।
advertisement
2/6
বর্তমানে একেবারেই নিজের চেনা ছন্দে নেই বিরাট কোহলি। গত ১০টি ইনিংসে মাত্র ২০ গড়ে রান করতে পেরেছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়া বরাবরই পয়া বিরাটের কাছে। তাই এবার কার্যত কোহলিকে 'হুমকি' দিলেন অজি অলরাউন্ডার।
advertisement
3/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫টি টেস্টে ২০০০ রান রয়েছে কোহলির। অস্ট্রেলিয়ার মাটিতে ১৩ ম্যাচে ৫৪.০৮ গড়ে ১৩৫৩ রান করেন, যার মধ্যে ৬টি সেঞ্চুরি এবং চারটি অর্ধশতক রয়েছে।
advertisement
4/6
তাই কোহলি যাতে কোনওমতেই বেশি রান করতে না পারে অজি তারকা মিচেল মার্শ বলেছেন,"কোহলি ৩০ রানে পৌছলেই ওর শরীর লক্ষ্য করে বল করব। কাঁধে বল দিয়ে আঘাত করার চেষ্টা করব। ওকে উস্কে দিতে চাইব। ওকে যে কোনও ভাবে আউট করতে হবে"।
advertisement
5/6
এছাড়া মার্নাস ল্যাবুশান বলেছেন,ঠবিরাটকে বড় স্কোর করা থেকে থামাতে হলে তাকে তার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে গিয়ে তার খেলা পরিবর্তন করতে বাধ্য করা হবে"।
advertisement
6/6
যদিও এই বিষয়ে এখনও বিরাট কোহলির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। নিজেকে তৈরি রাখতে প্রস্তুতিতে একশো শতাংশ দিচ্ছেন তিনি। কোহলির ব্যাটে বিরাট ইনিংস দেখার অপেক্ষায় ফ্যানেরাও।
বাংলা খবর/ছবি/খেলা/
AUS vs IND: 'ওর কাঁধে মারব'! সিরিজ শুরুর আগেই কোহলিকে হুমকি অজি তারকার! পাল্টা কী জবাব দিলেন বিরাট?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল