Ind vs Aus: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই এন্ট্রি নিচ্ছেন তরুণ অলরাউন্ডার! শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia: ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। পার্থের পেস ও বাউন্সি উইকেটে ভারতের প্রথম একাদশে বড় চমক দিতে পারেন কোচ গৌতম গম্ভীর। দলে এন্ট্রি নিতে পারেন তারকা অলরাউন্ডার।
advertisement
1/6

২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। পার্থের পেস ও বাউন্সি উইকেটে ভারতের প্রথম একাদশে বড় চমক দিতে পারেন কোচ গৌতম গম্ভীর। দলে এন্ট্রি নিতে পারেন তারকা অলরাউন্ডার।
advertisement
2/6
পার্থের উইকেটে দলের পেস বোলিং বিভাগকে শক্তিশালী করার পাশাপাশি অলরাউন্ড বিভাগকেও শক্তিশালী করার পথে হাঁটতে পারেন গম্ভীর। দলে একজন মিডিয়াম পেসার অলরাউন্ডকে খেলাতে পারে ভারতীয় দল।
advertisement
3/6
ফলে পার্থে প্রথম টেস্টে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়াক উইকেটের কথা ভেবেই রেড্ডিকে সফরকারী দলে নিয়েছিলেন গম্ভীর। অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন নীতিশ রেড্ডি।
advertisement
4/6
জানা গিয়েছে, নীতিশ অভিষেক করতে চলেছেন ভারতীয় দলের জার্সিতে। চতুর্থ সীমার হিসাবে নীতিশকে ব্যাবহার করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি এখনও পর্যন্ত খেলা ২৩টি প্রথম-শ্রেণীর ম্যাচে তার নামে ৫৬ উইকেট পেয়েছেন।
advertisement
5/6
পার্থের অপটাস স্টেডিয়ামটি বাউন্সি উইকেট যেখানে নীতিশ রেড্ডির মিডিয়াম পেস বোলিং বেশ কার্যকর হবে। নীতিশ রেড্ডি জাতীয় দলে সুযোগ পেলে তার অন্তর্ভুক্তি ভারতকে চারটি ফাস্ট বোলিং বিকল্পের পাশাপশি ভারতের ব্যাটিংকে গভীরতা প্রদান করবে।
advertisement
6/6
গত আইপিএলে দুরন্ত পারফর্ম করে শিরোনামে উঠে এসেছিলেন রেড্ডি। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুযোগ পেলেও চোটের কারণে মাঠে নামা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেয়ে দুরন্ত ব্যাটিং করেন তিনি। এবার টেস্ট ক্রিকেটে সেরাটা দেওয়ার অপেক্ষায় রেড্ডি।