TRENDING:

AUS vs IND: প্রথম টেস্টে তৈরি ভারতের প্রথম একাদশ! সবথেকে বড় চমক করছে অপেক্ষা

Last Updated:
AUS vs IND Probable Playing Eleven Of Team India In IND vs AUS 1st: প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। ব্যাটিং লাইন কেমন হবে, অলরাউন্ডার হিসেবে কতজন খেলবেন, বোলিং কম্বিনেশন কেমন হবে তা নিয়ে সকলের কৌতুহল রয়েছে।
advertisement
1/9
AUS vs IND: প্রথম টেস্টে তৈরি ভারতের প্রথম একাদশ! সবথেকে বড় চমক করছে অপেক্ষা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে একাধিক সমস্যায় জর্জরিত ভারতীয় দল। দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে পার্থ টেস্ট খেলবেন না রোহিত শর্মা। চোটের কারমে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অপর তারকা ব্যাটার শুভমান গিল।
advertisement
2/9
এছাড়া দলের অন্যান্য ব্যাটারদের অফ ফর্ম, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার চাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্ক কঠিন করা এই বিষয়গুলি তো আছেই।
advertisement
3/9
এই পরিস্থিতিতে প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। ব্যাটিং লাইন কেমন হবে, অলরাউন্ডার হিসেবে কতজন খেলবেন, বোলিং কম্বিনেশন কেমন হবে তা নিয়ে সকলের কৌতুহল রয়েছে।
advertisement
4/9
রোহিত ও গিল না থাকায় ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের পার্টনার কে হবে সেটাই বড় প্রশ্ন। তবে এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে তাতে যশস্বীর সঙ্গে ইনিংসের শুরু করার সম্ভাবনা বেশি অভিজ্ঞ কেএল রাহুলের।
advertisement
5/9
শুভমান গিল না থাকায় মিডল অর্ডারেও ভারতের ব্যাটিংয়ে পজিশন বদল হতে পারে। বিরাট কোহলি প্রথম ডাউনে ব্যাট করতে পারেন। এছাড়া কোহলির পর নামতে চার নম্বরে নামতে পারেন সরফরাজ খান। যা তাঁর প্রিয় জায়গা। এরপর আসবেন ঋষভ পন্থ।
advertisement
6/9
রাহুল ওপেনে চলে যাওয়ার ধ্রুব জুরেল আসতে পারেন ৬ নম্বরে। এই ম্যাচে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারেন তিনি। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ফর্মে ছিলেন ধ্রুব জুরেল। ফলে তারউপরই ভরসা দেখাতে পারে টিম ম্যানেজমেন্ট।
advertisement
7/9
এরপর দলের দুই অলরাউন্ডার হিসেবে জায়াগা পেতে পারেন রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডি। জাদেজার ব্যাটিং হাত ভাল হওয়ায় অশ্বিনের বদলে দলে একমাত্র স্পিনার হিসেবে খেলবেন তিনি। এছাড়া পার্থে পেসারদের জন্য সাহায্য থাকায় অভিষেক হতে পারে নীতিশ রেড্ডির। তরুণ অলরাউন্ডারকে খেলিয়ে বড় চমক দিতে পারে ভারত।
advertisement
8/9
এছাড়া দলের পেস অ্যাটাকে থাকবেন ৩ স্পেশালিস্ট ফাস্ট বোলার। অধিনায়ক জসপ্রীত বুমরাহ পেস অ্যাটাকের পাশাপাশি নেতৃত্ব দেবেন পেস অ্যাটাকেরও। এছাড়া খেলতে পারেন আকাশ দীপ ও মহম্মদ সিরাজ।
advertisement
9/9
এক ঝলকে দেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জসওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), আকাশ দীপ, মহম্মদ সিরাজ ।
বাংলা খবর/ছবি/খেলা/
AUS vs IND: প্রথম টেস্টে তৈরি ভারতের প্রথম একাদশ! সবথেকে বড় চমক করছে অপেক্ষা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল