সামনে চেন্নাই এক্সপ্রেস, প্রতিশোধ ম্যাচে ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছে না এটিকে মোহনবাগান
- Published by:Rohan Chowdhury
Last Updated:
ATK Mohun Bagan ready for Chennaiyin FC challenge after defeat against Mumbai city FC. মুম্বই অতীত, এবার চেন্নাই এক্সপ্রেস থামাতে মরিয়া এটিকে মোহনবাগান
advertisement
1/7

সামনে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ এটিকে মোহনবাগানের। তার আগে প্রস্তুতিতে মগ্ন দলের দুই নতুন বিদেশি গালেগো এবং স্লাভকো
advertisement
2/7
মুম্বই ম্যাচে গালেগো শেষ কয়েক মিনিটের জন্য মাঠে নামলেও নামানো হয়নি স্লাভকোকে। চেন্নাই ম্যাচে তাকে ব্যবহার করা হতে পারে
advertisement
3/7
উরুগুয়ের গালেগো র কোয়ালিটি নিয়ে সন্দেহ না থাকলেও তার সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠতে কিছুটা সময় লাগবে মনে করছে টিম ম্যানেজমেন্ট
advertisement
4/7
আশিষ রাই এটিকে মোহনবাগান দলের অন্যতম সম্পদ। তিনি এই দলে আসার পর থেকে ডান দিক থেকে আক্রমণের ঝাঁজ বেড়েছে মোহনবাগানের
advertisement
5/7
চেন্নাই ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম নির্ভরযোগ্য উইঙ্গার আশিক কুরুনিয়ান। তার অভাব অবশ্য পূর্ণ করতে পারার ব্যাপারে আশাবাদী মোহনবাগান
advertisement
6/7
তবে চেন্নাই ম্যাচ জিততে হলে মোহনবাগানকে চেয়ে থাকতে হবে তাদের ফরাসি ফুটবলার হুগো বুমুর দিকে। হুগো এই দলের সবচেয়ে ক্রিয়েটিভ ফুটবলার
advertisement
7/7
কেরল ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে যোগ দেওয়া পুইতিয়া মুম্বই ম্যাচে খেললেও খুব একটা নজর টানতে পারেনি। চেন্নাই ম্যাচে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে