আর নয় ATKMB , ফের নাম বদলাতে চলেছে মোহনবাগানের, জোর গুঞ্জন ময়দানে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নাম বদলে হয়ে যেতে পারে এমবিএসজি (MBSG) অর্থাৎ মোহনবাগান সুপার জায়ন্টস৷
advertisement
1/5

#কলকাতা: মোহনবাগানের নাম ফের বদল! এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan ) লখনউ সুপার জায়ন্ট (Lucknow Super Giants) হয়ে যেতে পারে নাম! একটি চাঞ্চল্যকর আপডেট হয়েছে৷ সূত্রের মারফত এ কথা জানা গেছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নাম বদলে হয়ে যেতে পারে এমবিএসজি (MBSG) অর্থাৎ মোহনবাগান সুপার জায়ন্টস৷ আইপিএলের দল লখনউ সুপার জায়ন্টসের সঙ্গী হিসেবে এই নাম হতে চলেছে৷ ইনসাইডার স্পোর্টস.ইনের সূত্রে এই খবর৷
advertisement
2/5
কলকাতার দুটি ফুটবল দল এটিকে (ATK) এবং মোহনবাগান (Mohun Bagan) জুড়ে যায় যার পরে দলটির নাম হয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)৷ যদিও সবুজ মেরুণ ফ্যানরা এই নামকরণ নিয়ে খুবই অসন্তুষ্ট ছিলেন৷ ভারতের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের নামের সামনে এটিকে যোগ হওয়া একেবারেই মন থেকে মেনে নিতে পারছিলেন না ফ্যানরা৷ একাধিকবার বিক্ষোভ দেখানো হয়, তারই ফলস্বরূপ এই নাম পরিবর্তনের সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন কি ফ্রাঞ্চাইজি মালিকরা৷
advertisement
3/5
দৈনিক বাংলা সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে ইনসাইড স্পোর্টস জানিয়েছে নতুন নির্বাচিত সচিব দেবাশিস দত্ত ইতিমধ্যে নাম বদলের জন্য সরকারি ভাবে কাজ করা শুরু করে দিয়েছেন৷ এটিকেএমবি (ATKMB) আধিকারিকরা সঞ্জীব গোয়েঙ্কাকে এই বিষয়ে আবেদন করেছেন৷ এই মুহূর্তে তিনিই ক্লাবের বেশি অংশের শেয়ারহোল্ডার৷ তাঁকে বলা হয়েছে ক্লাবের নাম বদলে মোহনবাগান এসজি (MBSG) করা হক৷
advertisement
4/5
এই প্রস্তাবের পিছনে কয়েকটি সাজেশন আছে৷ এটিকে এমবিতে অংশীদারিত্ব থাকা সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে লখনউ সুপার জায়ন্টসের মালিক৷ দেবাশিষ দত্ত এবং কোম্পানির মতে এতে আইপিএলের কেএল রাহুলের নেতৃত্বাধীন দলের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হবে৷
advertisement
5/5
এবার দেখার মোহনবাগান কর্তৃপক্ষের প্রস্তাবে সায় দেন কিনা দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷