৪১৬ দিন ধরে তৈরি হয়েছিল আথিয়া শেট্টির লেহেঙ্গা! কী এমন আছে এই লেহেঙ্গায়!
- Published by:Suman Majumder
Last Updated:
Athiya Shetty Wedding Lehenga Details: কী এমন আছে এই লেহেঙ্গায় যে এতদিন সময় লাগল!
advertisement
1/6

আথিয়া। সেই লেহেঙ্গা ছিল দেখার মতো। অনেক কারিগর তাঁর সেই লেহেঙ্গা তৈরি করেছিলেন। এক বছরেরও বেশি সময় ধরে দিনরাত পরিশ্রম করে তৈরি হয়েছিল সেই লেহেঙ্গা।
advertisement
2/6
আথিয়ার ওয়েডিং লেহেঙ্গা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। অসাধারণ দেখতে এই লেহেঙ্গা।
advertisement
3/6
হালকা গোলাপী রঙের এই লেঙেঙ্গা তৈরি করতে লেগেছিল ১০ হাজারেরও বেশি ঘণ্টা। ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না এই লেহেঙ্গা ডিজাইন করেছেন।
advertisement
4/6
লেহেঙ্গার উপর চিকনকারির কাজ রয়েছে। মেশিনে নয়, এটি কারিগররা হাতে বুনেছিলেন।
advertisement
5/6
আথিয়ার এই লেহেঙ্গা তৈরি করতে এক বছরেরও বেশি সময় লেগেছিল। মোট ৪১৬ দিন সময় লেগেছে বলে জানা গিয়েছে।
advertisement
6/6
আথিয়া শেট্টিকে রয়্যাল লুক দেওয়ার চেষ্টা করেছিলেন ডিজাইনার। বিয়ের দিন এই লেহেঙ্গায় আথিয়াকে আসাদারণ সুন্দর লেগেছিল।