TRENDING:

৪১৬ দিন ধরে তৈরি হয়েছিল আথিয়া শেট্টির লেহেঙ্গা! কী এমন আছে এই লেহেঙ্গায়!

Last Updated:
Athiya Shetty Wedding Lehenga Details: কী এমন আছে এই লেহেঙ্গায় যে এতদিন সময় লাগল!
advertisement
1/6
৪১৬ দিন ধরে তৈরি হয়েছিল আথিয়া শেট্টির লেহেঙ্গা! কী এমন আছে এই লেহেঙ্গায়!
আথিয়া। সেই লেহেঙ্গা ছিল দেখার মতো। অনেক কারিগর তাঁর সেই লেহেঙ্গা তৈরি করেছিলেন। এক বছরেরও বেশি সময় ধরে দিনরাত পরিশ্রম করে তৈরি হয়েছিল সেই লেহেঙ্গা।
advertisement
2/6
আথিয়ার ওয়েডিং লেহেঙ্গা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। অসাধারণ দেখতে এই লেহেঙ্গা।
advertisement
3/6
হালকা গোলাপী রঙের এই লেঙেঙ্গা তৈরি করতে লেগেছিল ১০ হাজারেরও বেশি ঘণ্টা। ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না এই লেহেঙ্গা ডিজাইন করেছেন।
advertisement
4/6
লেহেঙ্গার উপর চিকনকারির কাজ রয়েছে। মেশিনে নয়, এটি কারিগররা হাতে বুনেছিলেন।
advertisement
5/6
আথিয়ার এই লেহেঙ্গা তৈরি করতে এক বছরেরও বেশি সময় লেগেছিল। মোট ৪১৬ দিন সময় লেগেছে বলে জানা গিয়েছে।
advertisement
6/6
আথিয়া শেট্টিকে রয়্যাল লুক দেওয়ার চেষ্টা করেছিলেন ডিজাইনার। বিয়ের দিন এই লেহেঙ্গায় আথিয়াকে আসাদারণ সুন্দর লেগেছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
৪১৬ দিন ধরে তৈরি হয়েছিল আথিয়া শেট্টির লেহেঙ্গা! কী এমন আছে এই লেহেঙ্গায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল