Mohammad Shami- Hasin Jahan: 'হাসিন জাহানকে বিয়ে করে আফসোস হয়?', এতদিনে মুখ খুললেন মহম্মদ শামি! মামলা চলছে, তার মধ্যেই বললেন 'বড় কথা'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami-Hasin Jahan- বরাবর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন হাসিন জাহান। একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। তবে মহম্মদ শামি কখনও পাল্টা হাসিনকে কিছু বলেননি। এবার আর মুখ বন্ধ রাখলেন না ভারতীয় দলের তারকা পেসার!
advertisement
1/6

বরাবর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন হাসিন জাহান। একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। তবে মহম্মদ শামি কখনও পাল্টা হাসিনকে কিছু বলেননি। এবার আর মুখ বন্ধ রাখলেন না ভারতীয় দলের তারকা পেসার!
advertisement
2/6
নিজের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন শামি। তবে এবারও তিনি হাসিন জাহানকে কোনও কুরুচিকর আক্রমণ করেননি। সাম্প্রতিক সময়ে একাধিক ভারতীয় ক্রিকেটারের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে শামির মতো সম্পর্কে এতটা তিক্ততা হয়তো কোনও ক্রিকেটার পাননি!
advertisement
3/6
গার্হস্থ্য হিংসা থেকে ম্যাচ ফিক্সিং, শামির বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেছেন হাসিন। ম্যাচ ফিক্সিং নিয়ে শামির বিরুদ্ধে তদন্তও হয়। তবে শামি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণ করেছেন বারবার।
advertisement
4/6
শামি ও হাসিনের মামলা এখনও চলছে। আদালত ইতিমধ্যে শামিকে ভরণপোষণের খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে। শামি নিশ্চয়ই গোটা পরিস্থিতিতে মনে মনে খুবই বিরক্ত! কখনও কি তাঁর হাসিনকে বিয়ে করে আফসোস হয়েছে!
advertisement
5/6
সম্প্রতি এক সংবাদমাধ্যমে শামি জানিয়েছেন, পুরনো কথা নিয়ে পড়ে থাকি না। যা যাওয়ার তা গেছে। অতীত নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। আমি কাউকে দোষ দিতে চাই না, নিজেকেও না। আমি ক্রিকেটে ফোকাস করতে চাই। আর কোনও বিতর্কে জড়াতে চাই না।
advertisement
6/6
শামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন হাসিন। তিনি এমনও দাবি করেন, শামির পরিবারের লোকজন তাঁকে খুন করতে চেয়েছিলেন। শামির একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছিলেন হাসিন। ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। শুরুতে তাঁদের মধ্যে সম্পর্ক ভাল ছিল। তবে চার বছর পর সম্পর্কের অবনতি হয়। ২০১৮ সাল থেকে শামি ও হাসিন আলাদা থাকতে শুরু করেন।