সোনা, রুপো, ব্রোঞ্জ! ৪৫ এ ২৮, অস্মিতা খেলো ইন্ডিয়ায় অভূতপূর্ব সাফল্য ঝাড়গ্রামের মেয়েদের, জানুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের ৪৫ জন যোগ দিয়েছিলেন। তার মধ্যে ২৮ জন বিভিন্ন ইভেন্টে সফল হয়েছেন।
advertisement
1/7

খেলাধুলা বা পড়াশোনা, কোনও কিছুতেই পিছিয়ে নিয়ে জঙ্গলমহল। রাজ্য ছাড়িয়ে এবার দেশের সেরা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ঝাড়গ্রামের মেয়েরা। এবার জঙ্গলমহলের মানচিত্রে এক অনন্য নজির। অস্মিতা খেলো ইন্ডিয়া উইমেন্স লিগে ১৩ টি স্বর্ণপদক অর্জন করল ঝাড়গ্রামের কন্যারা। উচ্ছ্বসিত ঝাড়গ্রামের ক্রীড়ামহল।
advertisement
2/7
উচ্ছ্বসিত ঝাড়গ্রামের ক্রিড়ামহল। রবিবার সাইয়ের উদ্যোগে ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কলকাতার সল্টলেকের ইনডোর ট্রেনিং সেন্টারে অস্মিতা খেলো ইন্ডিয়া কিক বক্সিং উইমেনস লিগ অনুষ্ঠিত হয়। দক্ষিণবঙ্গের ১২ টি জেলার মেয়েরা যোগ দেয় সেখানে।
advertisement
3/7
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের ৪৫ জন যোগ দিয়েছিলেন। তার মধ্যে ২৮ জন বিভিন্ন ইভেন্টে সফল হয়েছেন।
advertisement
4/7
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৭ অগাস্ট। জেলার ১০ থেকে ১৮ বছরের ২৮ জন সফল প্রতিযোগী ১৩টি স্বর্ণপদক, ৯টি রোপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জয় লাভ করেছে। সব মিলিয়ে পদক সংখ্যা ২৮টি। মেয়েদের এই সাফল্যে জেলার ক্রীড়ামহল উচ্ছ্বসিত।
advertisement
5/7
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের ৪৫ জন যোগ দিয়েছিলেন। তার মধ্যে ২৮ জন বিভিন্ন ইভেন্টে সফল হয়েছেন।
advertisement
6/7
স্বর্ণপদক অর্জনকারীদের মধ্যে ঝাড়গ্রামের ঋষিকা দেবনাথ, লাবণী রাউত, তনুশ্রী চক্রবর্তী চেন্নাইয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দেবেন।
advertisement
7/7
ঝাড়গ্রাম জেলা কিক বক্সিং এর কোচ জানান প্রত্যেকবারই ঝাড়গ্রামের মেয়েরা রাজ্যের সেরা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। ঋষিকা দেবনাথ জানায় 'সত্যি ভাল লাগছে গোল্ড মেডেল পেয়ে। এবার আমার লক্ষ্য জাতীয় স্তরের প্রতিযোগিতা।'