Asish Nehra: পনেরো মিনিটে বিয়ের প্ল্যান, এই ভারতীয় ক্রিকেটারের লাভ স্টোরি চমকে দেবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Asish Nehra: সাত বছরের সম্পর্ক, তার পর বিয়ে। সেই বিয়ে মাত্র ১৫ মিনিটের প্ল্যানিং-এ!
advertisement
1/5

২০২২ আইপিএলের পর তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে বেশি। গুজরাট টাইটান্সের কোচ ছিলেন তিনি। আর এবার গুজরাট প্রথমবার আইপিএলে নেমেই চ্যাম্পিয়ন হয়েছে।
advertisement
2/5
অনেকেই জানেন না, নেহেরার লাভ স্টোরি কিন্তু বেশ রোমাঞ্চকর। মাত্র ১৫ মিনিটে তিনি বিয়ের প্ল্য়ান করেছিলেন।
advertisement
3/5
স্ত্রী রুষ্মার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ২০০৯ সালে। ২০০২ সালে ওভালে রুষ্মা ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানেই আশিস নেহেরার সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়েছিল।
advertisement
4/5
প্রথমদিন আশিস নেহেরা তাঁকে প্রোপাজ করায় ব্যাপারটা ঠাট্টা বলে ভেবেছিলেন রুষ্মা। পরেরদিন আশিস নেহেরা আবার তাঁকে বিয়ের প্রস্তাব দিলে রুষ্মা সিরিয়াস হয়ে ভাবতে শুরু করেন।
advertisement
5/5
সাত বছর ধরে একে অপরকে ডেট করেছেন রুষ্মা ও আশিস। তার পর ১৫ মিনিটের প্ল্যান-এ বিয়ে। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন নেহেরা।