TRENDING:

Ind vs Pak: পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর...সব পড়ে রইল পিছনে! আজ ভারত-পাকিস্তান ম্যাচ, বড় বার্তা দিয়ে রাখলেন গম্ভীর

Last Updated:
India vs Pakistan- গৌতম গম্ভীর বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে না খেলার ব্যাপারে সুর চড়ান। এবারও তাই হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। রবিবারের ম্যাচের আগে গম্ভীর দলকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ক্রিকেটারদের ফোকাস থাকবে স্রেফ খেলায়।
advertisement
1/6
পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর...সব পড়ে রইল পিছনে! ভারত-পাক ম্যাচের আগে গম্ভীরের বার্তা
খেলা হবে, নাকি খেলা হবে না! এই ছিল প্রশ্ন। তবে আপাতত পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, সবই পড়ে রইল পিছনে। আজ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। হাজার বিতর্ক, প্রতিবাদ সত্ত্বেও ম্যাচ হচ্ছেই।
advertisement
2/6
সীমান্তের অশান্তি যেন মাঠে না গড়ায়, এমনই দাবি ছিল অনেকের। কেউ কেউ আবার বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে না খেললে ভারতের কী বা আসে যায়! বরং খেলা হলে পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবার ও সেনার পরিবারের সদস্যদের আবেগে আঘাত হানা হবে। শেষ পর্যন্ত খেলার মাঠে রাজনীতির আঁচ পড়ল না। আজ হাইভোল্টেজ ম্যাচ হচ্ছেই।
advertisement
3/6
গৌতম গম্ভীর বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে না খেলার ব্যাপারে সুর চড়ান। এবারও তাই হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। রবিবারের ম্যাচের আগে গম্ভীর দলকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ক্রিকেটারদের ফোকাস থাকবে স্রেফ খেলায়। আবেগের কোনও জায়গা নেই। এটা একটা ম্যাচ, অন্য ম্যাচের মতেই। দলের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, কোচের নির্দেশ, কোনও ক্রিকেটার যেন বাড়তি আবেগ না দেখান।
advertisement
4/6
দুশখাতে এদিন বলেন, “ম্যাচটা হবে কি না সেটা সেটা নিয়েই আমরা নিশ্চিত হতে পারছিলাম না। দুবাইয়ে এসে আমাদের খেলতে হবে, এটা জানার পর থেকেই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করি। এই ম্যাচের জন্য আমরা আলাদা করে কোনও প্রস্তুতি নিইনি। এই ম্যাচ ঘিরে মানুষের আবেগ রয়েছে। তবে কোচ বার্তা দিয়েছে একেবারে পেশাদারদের মতোই থাকতে হবে। শুধু ম্যাচে ফোকাস করতে হবে। আবেগে ভেসে যাওয়া যাবে না।
advertisement
5/6
এমনিতেই এবারের এশিয়া কাপ ম্যাড়ম্যাড়ে। ফলে এই শ্রীহীন টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বয়কট করতে পারত ভারত, এমনটাই দাবি তুলেছিলেন অনেকে। এমনকী ম্যাচ বাতিলের জন্য সুপ্রিম কোর্টে মামলাও হয়। তবে কোনও কিছুই ধোপে টিকল না শেষ পর্যন্ত।
advertisement
6/6
দুশখাতে এদিন বলে যান, অনেকেই বলেছেন খেলার মাঠকে রাজনীতি থেকে আলাদা রাখতে। আমরা সবার দাবিকেই সম্মান জানাই। আশা রাখছি, আমাদের খেলাই বলে দেবে দেশের প্রতি দলের ক্রিকেটাররা কতটা দায়বদ্ধ। আমরা বোর্ড এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনেই খেলতে নামছি। আর পাঁচটা ম্যাচের মতো এই ম্যাচ জিতে পুরো পয়েন্ট ঘরে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এর বাইরে কোনও আবেগ নেই কারও মধ্যে।
বাংলা খবর/ছবি/খেলা/
Ind vs Pak: পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর...সব পড়ে রইল পিছনে! আজ ভারত-পাকিস্তান ম্যাচ, বড় বার্তা দিয়ে রাখলেন গম্ভীর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল