Top 5 highest Run Scorers in Asia Cup history: এশিয়া কাপের ইতিহাসে 'রাজত্ব' করেছে কাদের ব্যাট, দেখে নিন প্রথম পাঁচের তালিকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Top 5 highest Run Scorers in Asia Cup history: ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩। ওডিআই ফর্ম্যাটে হবে এবারের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরুর আগে এশিয়া কাপের নানা রেকর্ড নিয়েও চলছে আলোচনা। জেনে নি এশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ সর্বোচ্চ স্কোরারের তালিকা।
advertisement
1/6

৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩। ওডিআই ফর্ম্যাটে হবে এবারের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরুর আগে এশিয়া কাপের নানা রেকর্ড নিয়েও চলছে আলোচনা। জেনে নি এশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ সর্বোচ্চ স্কোরারের তালিকা।
advertisement
2/6
এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী সনৎ জয়সূর্য। ২৫টি ম্যাচ খেলে ১১২০ রান করেছেন এই বাঁ হাতি তারকা ব্যাটার।
advertisement
3/6
এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আরও শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী কুমার সঙ্গাকার। ২৪টি ম্যাচ খেলে ১০৭৫ রান করেছেন তিনি।
advertisement
4/6
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কিংবদন্তী 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। এশিয়া কাপে মোট ২৩টি ম্যাচ খেলেছেন সচিন। মাস্টার ব্লাস্টারের মোট সংগ্রহ ৯৭১ রান।
advertisement
5/6
চার নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। এশিয়া কাপে ২১টি ম্যাচ খেলে ৯০৭ রান করেছেন তিনি।
advertisement
6/6
এশিয়া কাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২৭ ম্যাচে সংগ্রহ ৮৮৩ রান।