Jasprit Bumrah: পুত্র সন্তানের বাবা হলেন জসপ্রীত বুমরাহ, ছেলের নামও জানিয়ে দিলেন তারকা পেসার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah becomes Father: এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় দলে সুখবর। পুত্র সন্তানের বাবা হলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সুখবর।
advertisement
1/10

এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় দলে সুখবর। পুত্র সন্তানের বাবা হলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ।
advertisement
2/10
পাকিস্তান ম্যাচের পর হঠাৎই ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। জানা গিয়েছিল ব্যক্তিগত কারণে মুম্বই ফিরেছেন বুম-বুম।
advertisement
3/10
যদিও সূত্র মারফত জানা গিয়েছিলে বাবা হতে চলেছেন জসপ্রীত বুমরাহ। বিশেষ সময় স্ত্রী সঞ্জনা গমেশন ও পরিবারের পাশে থাকতে দেশে ফেরন বুমরাহ।
advertisement
4/10
অবশেষে সোমবার সকালে সুখবরটা দিয়েই দিলেন তারকা পেসার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন পুত্র সন্তান জন্মানোর কথা।
advertisement
5/10
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বুমরাহ লেখেন,"পোস্ট করে বুমরা লেখেন, “আমাদের ছোট পরিবার একটু বেড়ে গেল। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছি।"
advertisement
6/10
এছাড়া ছেলে বা মেয়ে হলে সদ্যজাতের নাম যে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বুমরা-সঞ্জনা ও তাদের পরিবার তা বুমরার পোস্ট থেকেই প্রমাণিত। ছেলের নামও জানিয়ে দেন তিনি।
advertisement
7/10
বুমরাহ লেখেন,"আজ সকালে আমাদের ছেলে অঙ্গদ জশপ্রীত বুমরা পৃথিবীর আলো দেখল। আমরা দু’জনেই অত্যন্ত খুশি। জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার জন্যে আর তর সইছে না।"
advertisement
8/10
খুশির খবর শেয়ার করার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশন। ভারতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে বমরাহের ফ্যানেরা সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন।
advertisement
9/10
তবে ভারতীয় দল বুমরাহের অভাব বেশি দিন থাকবে না। শুধু নেপাল ম্যাচটাই খেলবেন না তারকা পেসার। সুপার ফোরের ম্যাচের আগেই পের ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন জসপ্রীত বুমরাহ।
advertisement
10/10
তাই সুপার ফোরে সব বড় ম্যাচের আগে তারকা পেসারের সার্ভিস পাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না টিম ইন্ডিয়ার। বলা চলে খুশিতে আরও চনমনে হয়ে দলে ফিরবেন জসপ্রীত বুমরাহ।