মাত্র ২২টা ম্যাচ খেলে কেরিয়ার শেষ! রাজনীতিতে পা দিয়েই বাংলার এই ক্রিকেটার MLA
- Published by:Suman Majumder
Last Updated:
Cricketer Turns Politician: বাংলার ক্রিকেটার মানেই জাতীয় দলে ব্রাত্য! অবশ্য এই ক্রিকেটার রাজনীতিতে নেমেই সফল।
advertisement
1/5

টিম ইন্ডিয়ার হয়ে মাত্র ২২টা ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘ হয়নি। তবে অশোক দিন্দা অন্য মাঠে সফল হয়েছেন।
advertisement
2/5
২০০৪-০৫ মরশুমে তিনি কলকাতায় ট্রায়াল দেন। তাঁর বোলিং দেখে পছন্দ হয় কোচের। এর পর অশোক দিন্দা বাংলার হয়ে রনজি খেলেন। তবে তাঁর কেরিয়ার খুব বেশিদূর এগোয়নি।
advertisement
3/5
ভারতীয় দলের হয়ে টি-২০ তে অভিষেক হয়েছিল তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ৩ ওভার বোলিং করেছিলেন তিনি। এক উইকেট পেয়েছিলেন। তবে রান দিয়েছিলেন ৩৪।
advertisement
4/5
২০১৩-র পর আর অশোক দিন্দা ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ২০২১ সালে অশোক দিন্দা অবসর নেন। এর পরই রাজনীতির ময়দানে নামেন দিন্দা।
advertisement
5/5
২০২১ সালে ময়না থেকে বিধানসভা নির্বাচনে লড়েন অশোক দিন্দা। জিতেও যান। এখন তিনি বিজেপির এমএলএ।