Arun Lal Wedding: সাত পাকে বাঁধা পড়লেন লালজী, হানিমুনে কোথায় যাবেন অরুণ-বুলবুল?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অরুণ লালের বিয়েতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
advertisement
1/5

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অরুণ লাল ৷ পাত্রী ৩৭ বছরের ইংরেজি শিক্ষিকা বুলবুল সাহা ৷ Story: Eeron Roy Barman
advertisement
2/5
অরুণ লালের বিয়েতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সস্ত্রীক প্রাক্তন ক্রিকেটার দেবাং গান্ধি ৷ এসেছিলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য সিএবি কর্তারাও ৷
advertisement
3/5
কোথায় হানিমুন সারবেন অরুণ লাল ৷ এই প্রশ্নের উত্তরে অবশ্য লালজী বলেন, সামনেই বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ৷ সেখানেই হবে মধুচন্দ্রিমা ৷ বাংলা দলের সঙ্গে বেঙ্গালুরু যেতে চান বুলবুলও ৷
advertisement
4/5
অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ ৷ শয্যাশায়ী ৷ এর মধ্যেই দ্বিতীয় বিয়েটা সেরে ফেললেন লালজী ৷
advertisement
5/5
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে বুলবুল লেখেন, "আনুষ্ঠানিকভাবে মিসেস লাল হলাম, পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানাই এই সমর্থনের জন্য।"