TRENDING:

ক্রিকেট ছিল তাঁর প্রথম প্রেম, অরুণ জেটলির মৃত্যুতে তাঁর স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেট

Last Updated:
advertisement
1/7
ক্রিকেট ছিল তাঁর প্রথম প্রেম, জেটলির মৃত্যুতে তাঁর স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেট
ডিডিসিএতে এক দশকেরও বেশি সভাপতি। বোর্ডের সহ সভাপতি হিসেবেও কাজ করেছেন। ফিরোজ শাহ কোটলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। কিছুটা পূর্ণ হয়েছিল। আঙুল উঠেছিল অনেক। কিন্তু থেমে যাননি। অরুণ জেটলির মৃত্যুতে তাঁর স্মৃতি চারণায় ভারতীয় ক্রিকেট। ডিডিসিএতে এক দশকেরও বেশি সভাপতি। বোর্ডের সহ সভাপতি হিসেবেও কাজ করেছেন। ফিরোজ শাহ কোটলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। কিছুটা পূর্ণ হয়েছিল। আঙুল উঠেছিল অনেক। কিন্তু থেমে যাননি। অরুণ জেটলির মৃত্যুতে তাঁর স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেট।
advertisement
2/7
অরুণ জেটলি। যেন বিজেপির ‘মিস্টার ডিপেন্ডেবল’। ভারতীয় ক্রিকেটে তাঁর ভূমিকাও কম কিছু নয়। দীর্ঘ ১৪ বছর ডিডিসিএ-র সভাপতি। বেশ কয়েক বছর বিসিসিআইয়েরও সহ-সভাপতিও ছিলেন । তাঁর চোদ্দো বছরের শাসনে বোর্ডে আনাগোনা বাড়ে দিল্লির।
advertisement
3/7
বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীরের জাতীয় দলে ঢোকার পিছনেও জেটলির অবদান কম কিছু ছিল না। ডিডিসিএ-র সভাপতি থাকাকালীন ফিরোজ শাহ কোটলাকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার জন্য অনেক পরিকল্পনা নিয়েছিলেন।
advertisement
4/7
জগমোহন ডালমিয়ার সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক ছিল। সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি। ২০১২ সালে ডিডিসিএ-র আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল জেটলির। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কীর্তি আজাদ, বিষেণ সিং বেদি, অরবিন্দ কেজরিওয়ালরা। কিন্তু কোনও বিতর্কই ক্রিকেট ভক্ত জেটলির সামনে বাধা হয়নি।
advertisement
5/7
প্রথমে বীরেন্দ্র সেহওয়াগ ও গৌতম গম্ভীর। পরে বিরাট কোহলি। তিন দিল্লিওয়ালা ক্রিকেটারের সঙ্গে জেটলির সম্পর্ক ছিল একেবারে ঘরের ছেলের মত। জেটলির মৃত্যুতে নিজের বিয়ের স্মৃতিচারণা করে টুইট করেন বীরু। ২০০৪ সালে অরুণ জেটলির সরকারি বাংলোয় সেহওয়াগ-আরতির বিয়ের অনুষ্ঠান হয়েছিল। জেটলি নিজে থেকেই সেহওয়াগের পরিবারকে এই প্রস্তাব দেন।
advertisement
6/7
জেটলির সঙ্গে ভাল সম্পর্ক ছিল কোহলিরও। ২০০৬ সালে বিরাটের বাবা মারা যাওয়ার পর তাঁর বাড়িতে গিয়েছিলেন জেটলি। গৌতম গম্ভীর যেদিন বিজেপিতে যোগ দেন, সেদিন নিজে হাজির থেকে গম্ভীরকে গেরুয়া উত্তরীয়তে বরণ করেছিলেন জেটলি।
advertisement
7/7
ডিডিসিএ-র সভাপতি হলেও অন্য খেলাতেও সমান আগ্রহ ছিল তাঁর। সেহওয়াগ, কোহলির পাশাপাশি জেটলির স্মরণে ট্যুইট করে বিসিসিআই। প্রাক্তন ক্রিকেট প্রশাসককে শ্রদ্ধা জানিয়ে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কালো আর্মব্যান্ডে টিম ইন্ডিয়া। অরুণ জেটলির প্রয়াণে ভারত শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়। এক বিরাট ক্রিকেট ভক্ত ও ক্রিকেট প্রশাসককেও হারাল।
বাংলা খবর/ছবি/খেলা/
ক্রিকেট ছিল তাঁর প্রথম প্রেম, অরুণ জেটলির মৃত্যুতে তাঁর স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল