Arjun Tendulkar : ২৫ বছরে বিয়ে! সচিন-পুত্রের বছরে উপার্জন কত? অর্জুনের আয় শুনলে অবাক হতে পারেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Arjun Tendulkar- অর্জুনের বয়স এখন মাত্র ২৫ বছর। তাঁর হবু স্ত্রী মুম্বইয়ের ব্যবসায়ী পরিবারের মেয়ে। শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। হসপিটালিটি এবং ফুড সার্ভিসের জন্য পরিচিত ঘাই পরিবার।
advertisement
1/6

১৩ অগাস্ট ২০২৫ একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে অর্জুন তেন্ডুলকরের পাকাদেখা সম্পন্ন হয় ৷ তাঁর হবু স্ত্রী সানিয়া চান্দোকের জন্ম ২৩ জুন ১৯৯৯ সালে ৷ আর সারা দেশে এখন সচিন-পুত্রের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে।
advertisement
2/6
জানা যাচ্ছে, সাানিয়া কিন্তু অর্জুনের থেকে ১ বছরের বড়। অর্জুন আবার দিদি সারার থেকে ২ বছরের ছোট ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক সচিনের থেকে অঞ্জলি তেন্ডুলকরও বয়সে পাঁচ বছরের বড় ৷
advertisement
3/6
অর্জুনের বয়স এখন মাত্র ২৫ বছর। তাঁর হবু স্ত্রী মুম্বইয়ের ব্যবসায়ী পরিবারের মেয়ে। শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। হসপিটালিটি এবং ফুড সার্ভিসের জন্য পরিচিত ঘাই পরিবার। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির কর্ণধার তাঁরা।
advertisement
4/6
এবার জেনে নেওয়া যাক, অর্জুনের বার্ষিক উপার্জন কত! ২০২১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য তিনি। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি থেকে ১ কোটি ৪০ লক্ষ উপার্জন করেছেন। ২০২১ সালে ২০ লক্ষ টাকায় এমআই-তে যোগ দেন তিনি। ২০২৩ সালে ৩০ লক্ষ টাকায় তাঁকে ফের নেয় মুম্বই। এছাড়াও গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন তিনি। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে বছরে ১০ লক্ষ টাকা আয় অর্জুনের।
advertisement
5/6
জানা যাচ্ছে, অর্জুনের নামে ২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁর নিজের বাড়ি নেই। পরিবারের সঙ্গে মুম্বইতে থাকেন তিনি। ২০০৭ সালে সেই বাড়ি কিনেছিলেন সচিন। প্রায় ৪০ কোটি টাকা দিয়ে।
advertisement
6/6
গোয়ার হয়ে ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৩৭টি উইকেট। ৫৩২ রানও করেন। ১৮টি লিস্ট এ একদিনের ম্যাচে খেলেছেন। রয়েছে ২৫ উইকেট। ১০২ রানও করেছেন। ২০২৩ সালে আইপিএলে অভিষেক হয় অর্জুনের। চারটে ম্যাচ খেলেছিলেন সেবার। তিনটে উইকেট নেন। পরের মরশুমে খেলেন মাত্র একটি ম্যাচ।