Argentina vs Colombia: কোপা আমেরিকা জয়ের ছক তৈরি মেসির! টানা চতুর্থ ট্রফির লক্ষ্য়ে আর্জেন্টিনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Argentina vs Colombia Copa America 2024 Final: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই কোপা আমেরিকা ২০২৪-এর মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ফাইনাল জেতার ছক তৈরি মেসির।
advertisement
1/6

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই কোপা আমেরিকা ২০২৪-এর মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মহাম্যাচ ঘিরে পারদ চড়ছে ফুটবল বিশ্বে।
advertisement
2/6
২০২১ কোপা থেকে দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের ভাগ্য ফিরেছিল লিওনেল মেসির। তারপর জিতেছে ফিনালিসিমা ও বিশ্বকাপ। এবার টানা চতুর্থ ট্রফির লক্ষ্যে মেসিরা।
advertisement
3/6
এবার কোপায় নীল-সাদা ব্রিগেড এখনও পর্যন্ত অপরাজিত। কলম্বিয়া শক্তির বিচারে পিছিয়ে থাকলেও ফাইনাল ম্যাচ হাল্কাভাবে নিতে নারাজ আর্জেন্টিনা। প্রতিযোগিতায় দুরন্ত ফুটবল খেলেছে কলম্বিয়া।
advertisement
4/6
তারমধ্যে কোপা আমেরিকা ফাইনাল অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওটামেন্ডির কাছে আর্জেন্টিনাপ জার্সিতে শেষ ম্যাচ। মেসিরও হয়তো এটাই শেষ কোপা আমেরিকা। ফলে দি মারিয়ার জন্য এই ট্রফি জিততে চান বলে জানিয়েছেন মেসি।
advertisement
5/6
তবে কোন ছকে ফাইনাল জিতবে আর্জেন্টিনা তা ঠিক করে ফেলেছেন মেসি। ফাইনাল ম্যাচটা খুব কঠিন হবে, কলম্বিয়ায় আক্রমণ বিভাগ খুব শক্তিশালী মানলেও কীভাবে জয় আসবে তা স্পষ্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
advertisement
6/6
তিনি বলছেন, “ফাইনাল সব সময়ই আলাদা ম্যাচ। কিন্তু আমরাও ভালো খেলছি। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা ঠান্ডা মাথায় ফুটবল খেলেছি। যা হচ্ছে সেটাকে উপভোগ করেছি। এবং অবশ্যই, ফাইনালেও আমরা সেটাই করব ও আশা করছি ট্রফি জিতব”।