TRENDING:

Lionel Messi: মেসির মুকুটে নতুন পালক, পানামার বিরুদ্ধে গোল করে গড়লেন নয়া নজির

Last Updated:
Lionel Messi: বিশ্বকাপের পর প্রথম ম্যাচে পানামার বিরুদ্ধে দুরন্ত জয় পেল আর্জেন্টিনা। ২-০ গোলে জয় পেল লিওনেল স্কালোনির দল। ম্যাচে গোল পেলেন লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা। একইসঙ্গে গোল করে নয়া নজির গড়লেন মেসি।
advertisement
1/6
Lionel Messi: মেসির মুকুটে নতুন পালক, পানামার বিরুদ্ধে গোল করে গড়লেন নয়া নজির
বিশ্বকাপের পর প্রথম ম্যাচে পানামার বিরুদ্ধে দুরন্ত জয় পেল আর্জেন্টিনা। ২-০ গোলে জয় পেল লিওনেল স্কালোনির দল। ম্যাচে গোল পেলেন লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা। একইসঙ্গে গোল করে নয়া নজির গড়লেন মেসি।
advertisement
2/6
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মেসির ফ্রি কিক বারে লাগে। সেই পাল্টা বলে গোল করেন আলনাদা। আর ম্যাচে ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন লিওনেল মেসি।
advertisement
3/6
মেসির এই গোলের সৌজন্যে ৮০০ গোলের মাইল ফলক স্পর্শ করলেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স অনুযায়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়লেন মেসি। যদিও পেলে একাধিকবার দাবি করেছিলেন তাঁর হাজারের বেশি গোল রয়েছে।
advertisement
4/6
পানামার বিরুদ্ধে নামার আগে পিএসজির হয়ে ফরাসি লিগের ম্যাচে গত শনিবার নান্তেসের বিরুদ্ধে গোল করেছিলেন মেসি। যা ছিল তাঁস ৭৯৯ তম গোল। ফলে মাইলফলক ঘরের মাঠে স্পর্শ করার সুযোগ ছিল। সেই সুযোগ হাতছাড়া করলেন না মেসি।
advertisement
5/6
বার্সেলোনা থেকে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন মেসি। বার্সার হয়ে মেসির গোল সংখ্যা মোট ৭৭৮টি। পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত ৩০টি গোল করেছেন। আর দেশের জার্সিতে মেসির গোলসংখ্যা ৯৮টি।
advertisement
6/6
বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে ৩টি স্টারের জার্সি পরে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে কেরিয়ারের ৮০০ তম গোল করে স্মরণীয় করে রাখলেন মেসি। উচ্ছ্বসিত বিশ্ব জুড়ে মেসি ফ্যানেরা।
বাংলা খবর/ছবি/খেলা/
Lionel Messi: মেসির মুকুটে নতুন পালক, পানামার বিরুদ্ধে গোল করে গড়লেন নয়া নজির
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল