Lionel Messi: পিএসজি বিচ্ছেদ নিশ্চিৎ! দল বদলে মহাচমক দিতে পারেন লিওনেল মেসি
- Published by:Sudip Paul
Last Updated:
Lionel Messi: কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল লিওনেল মেসির দল বদল নিয়ে। এবার রোনাল্ডোর পর দল বদলে মহাচমক দিতে পারেন মেসিও।
advertisement
1/6

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল লিওনেল মেসির দল বদল নিয়ে। কখনও এমবাপের সঙ্গে মনমালিন্য, কখনও এবার সৌদি আরবের ক্লাবের রেকর্ড টাকার অফার। সামনে এসেছে একাধিক তথ্য।
advertisement
2/6
তবে প্রাথমিকভাবে জানা গিয়েছিল ফের পিএসজির সঙ্গে চুক্তি নবীকরণের মৌখিক সম্মতি দিয়েছেন মেসি। কিন্তু এরইমধ্যে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর মেসির ফরাসী ক্লাব ছাড়া জল্পনা আরও একবার উস্কে দিয়েছে।
advertisement
3/6
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর সৌদির দুটি ক্লাব আল হিলাল এবং আল ইত্তেহাদ মেসিকে সই করানোর আগ্রহ দেখিয়েছে। ২৪৩৮ কোটি টাকা দেবে আল হিলাল ও আল ইত্তেহাদ মেসিকে সই করানোর জন্য ৩০৮৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছে।
advertisement
4/6
তবে স্প্যানিশ সংবাদ মাধ্যেমের দাবি নিজের ছোট বেলার ক্লাব বার্সেলোনাতেও ফিরতে পারেন লিওনেল মেসি। বার্সাও ঘরের ছেলেকে ফিরে পেতে আগ্রহী। বার্সালোনা ম্যানেজমেন্ট এই নিয়ে আলোচনাও শুরু করেছে বলে খবর স্পেনের সংবাদ মাধ্যম। এছাড়া ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ, সৌদির ক্লাবরাও লাইনে রয়েছে।
advertisement
5/6
স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, কাতার বিশ্বকাপে জয় মেসির চিন্তাভাবনাকে পাল্টে দিয়েছে। প্যারিসের ক্লাবের সঙ্গে আর চুক্তি বাড়াতে চাইছে না মেসি। ভবিষ্যতের কথা ভেবে আর্জেন্টাইন তারকা আরও অন্যান্য বিষয় নিয়ে ভাবেছেন।
advertisement
6/6
মেসির সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ৩০ জুন পর্যন্ত। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি সত্যি হলে আগামি দিনে সৌদি আরব, ইতালি না স্পেনে নিজের পুরোনো ঘর গন্তব্য হয় লিওনেল মেসির সেটাই দেখার।