'আর্জেন্টিনা হারুক, মেসি একটাও গোল না পাক!' একদল মানুষ চাইছেন এমনই, কারা জানেন?
- Published by:Suman Majumder
Last Updated:
Lionel Messi: আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তাদের বিরাট ক্ষতি! কারা বলছে এমন অলক্ষুণে কথা!
advertisement
1/6

মেসির আর্জেন্টিনা যেন বিশ্বকাপ ফাইনাল হেরে যায়! কারা চাইছেন এমনটা! আপনার উত্তর হতে পারে, ব্রাজিল সমর্থকরায। ভুল। মেসিদের হারের প্রার্থনা করছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বেটিং সংস্থাগুলি।
advertisement
2/6
জুয়ার ঠেকে এগিয়ে ছিল নেইমার-সিলভাদের ব্রাজিল। তবে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে। ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা। আর মেসিদের কোনওভাবেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় না বেটিং সংস্থাগুলি।
advertisement
3/6
বিশ্বের সবচেয়ে পুরোনো বেটিং সংস্থা ফিডদারেস-এর এক কর্তা জানিয়েছেন, মেসির ফর্ম নিয়ে আমরা চিন্তায়। আমরা চাই রবিবার যেন ফ্রান্স জেতে। আর মেসির থেকে বেশি গোল করুক এমবাপে।
advertisement
4/6
মেসি দুরন্ত ফর্মে। ছুটছে আর্জেন্টিনা। ফ্রান্সকে কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত আলভারেজ, দি পলরা। তবে জুয়ারি সংস্থাগুলির তাতে টেনশন হচ্ছে।
advertisement
5/6
‘গোল্ডেন বুট জেতার ক্ষেত্রে বেশিরভাগ বাজি মেসির পক্ষে। এমবাপেও এদিকে মেসির মতোই বিশ্বকাপে ৫ গোল করে ফেলেছেন।
advertisement
6/6
বেটিং সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের শুরুতে এমবাপের উপর বাজি ধরেছিলেন অনেকে। তবে এখন বেশিরভাগ বাজি মেসি ও আর্জেন্টিনার পক্ষে। ফলে রবিবার আর্জেন্টিনা জিতলে তাদের ক্ষতির পরিমাণ হবে আকাশছোঁয়া। মেসি গোল করলে তো সেই ক্ষতি আরও বাড়বে।