একের পর এক বিতর্কিত কাজ, কঠিন শাস্তি হতে পারে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজের
- Published by:Sudip Paul
Last Updated:
গোটা বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭টি দুর্দান্ত সেভ করেছেন তিনি। পেনাল্টি বক্সের ভেতর থেকে ফিরিয়েছেন ৩টি শট। ক্লিন শিট ৩টি। এবার শাস্তির মুখে পড়তে পারেন ফিফা বিশ্বকাপের সেরা গোলকিপার।
advertisement
1/6

লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণে যাদের বড় ভূমিকা রয়েছে তাদের মধ্যে উপরের সারিতে থাকবেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। কাতারা পুরো বিশ্বকাপে দুরন্ত গোলকিপিং করেছেন তিনি।
advertisement
2/6
নেদারল্যান্ডস ম্যাচ হোক আর ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল, এমি মার্টিনেজের দুরন্ত সেভে ভর করেই জয়ের হাসি হেসেছে আর্জেন্টিনা। ফাইনালে শুধু টাই ব্রেকার রোখা নয়, অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে যে সেভ এমি করেছেন সেখানেই আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন এই গোলকিপার।
advertisement
3/6
এমি মার্টিনেজের গোলকিপিং বিশ্বজুড়ে প্রশংসিক হলেও তার আচরণে বিতর্কে জড়িয়েছেন বারবার। ডাচ কোচ ভ্যান গালকে কুৎসিত ভাষায় আক্রমণ থেকে ফাইনালে সোনার গ্লাভস নেওয়ার সময় বাজে অঙ্গভঙ্গি, এমনকী সেলিব্রেশনের সময় পুতুলে এমবাপের মাস্ক পরানো, সবকিথু নিয়েই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমি।
advertisement
4/6
ফাইনালে জয়ের দিন সাজঘরে এমবাপের নাম করে কুৎসিত গান গাওয়ার অভিযোগও রয়েছে মার্টিনেজের বিরুদ্ধে। এমনকী দেশে ফিরে সেলিব্রেশনের সময় পুতুলে এমবাপের মাস্ক পরানো, সবকিছু নিয়েই বিশ্বকাপের সময় ও তারপর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমি।
advertisement
5/6
এমিলিয়ানো মার্টিনেজের আচরণ নিয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থার সভাপতি ক্লদিয়ো তাপিয়াকে চিঠি দেন ফ্রান্সের ফুটবল সংস্থার সভাপতি নোয়েল লে গ্রায়েট। শুধু তাই নয় ফিফার কাছেও অভিযোগ জানিয়েছিল ফ্রান্সের ফুটবল সংস্থা।
advertisement
6/6
ফুটবলের বিশ্ব নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘‘ফিফার নিয়মের ১১,১২ ও ৪৪ নম্বর ধারা ভেঙেছেন মার্তিনেস। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি দোষ প্রমাণিত হয় তা হলে মার্তিনেসের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’’ তবে অভিযোগ প্রমাণিত হলে কি শাস্তি হতে পারে আর্জেন্টিনার গোলরক্ষকের তা জানায়নি ফিফা।