Lionel Messi: কবে বার্সেলোনাতে ফিরছেন তিনি, জানিয়ে দিলেন লিওনেল মেসি
- Published by:Sudip Paul
Last Updated:
Lionel Messi: ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ২ বছরের চুক্তি শেষ হতে চলেছে খুব শীঘ্রই। ফরাসী ক্লাবেই থাকবেন মেসি না যোগ দেবেন অন্য কোনও ক্লাবে, তা নিয়ে চলছে জল্পনা।
advertisement
1/6

মেসির বেড়ে ওঠার পেছনে যে তাঁর পুরনো ক্লাব বার্সেলোনার ভূমিকা অপরীসিম। সেই কথা নিজেও স্বীকার করেন আর্জেন্টাইন তারকা। সেই ক্লাবকে ২০২১ সালে চোখের জলে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি।
advertisement
2/6
ক্লাব কর্তাদের সঙ্গে মনোমালিন্য, চুক্তি নিয়ে সমস্যা, ভালো দল না গড়া সহ নানা কারণে মেসির সঙ্গে সেই সময় বনিবনা হচ্ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবের। শেষমেশ বার্সার সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন মেসি।
advertisement
3/6
বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে পারি দেন মেস। পিএসজিতে যোগ দেন আর্জেন্টিনাইন মহাতারকা। কিন্তু কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি পিএসজি ছাড়তে পারেন বলে জল্পনা শোনা যাচ্ছে। সম্ভাবনার তালিকায় রয়েছে একাধিক ক্লাব।
advertisement
4/6
এমনকী মেসির আঁতুরঘর বার্সেলোনাতে ফিরতে পারেন ঘরের ছেলে সেই জল্পনাও রয়েছে। এবার নিজের বার্সায় ফেরা নিয়ে মুখ খুললেন খোদ মেসি। জানিয়ে দিলেন কবে কিনি ফের বার্সেলোনায় ফিরে যাবেন।
advertisement
5/6
আর্জেন্টিনার নাম করা ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ‘অবসর নেওয়ার পর আমি আবারো বার্সেলোনায় ফিরে আসব। এটি আমার বাড়ি।’ ফলে একটি বিষয় পরিষ্কার যে ফুটবলার হিসেবে আর বার্সায় ফিরবেন না মেসি।
advertisement
6/6
এছাড়া মেসি জানিয়েছেন, ‘ফাইনালের সবকিছু নিজের কাছে রেখে দিয়েছি। বুট, জার্সি সবকিছুই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে রয়েছে। মার্চে সবকিছু বার্সেলোনায় নিয়ে যাব। সেখানে আমার সব জিনিস ও স্মৃতি রয়েছে।’