বিশ্বজয়ের একমাস পর মনের কথা জানালেন মেসি, কী বললেন আর্জেন্টাইন মহাতারকা
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপের ফাইনালের পর কেটে গিয়েছে একমাস। কিন্তু স্বপ্নের সেই মুহূর্ত থেকে এখও বেরোতে পারেননি লিওনেল মেসি। একমাস পর নিজের মনের কথা জানালেন আর্জেন্টিনা অধিনায়ক।
advertisement
1/5

গত ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্স টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। স্বপ্নপূরণ হয়েছিল লিওনেল মেসির। দেখতে দেখত বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনালের কেটে গিয়েছে একমাস। কাতারের অভিজ্ঞতা নিয়ে এক মাস পর নিজের মনে কথা জানিয়েছেন মেসি।
advertisement
2/5
ইনস্টাগ্রামে মেসি লিখেছেন,'জীবনের সবথেকে সুন্দর মুহূর্তের একমাস পূর্ণ হল। এখনও এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এক মাস ধরে কী ভয়ঙ্কর পাগলামির সাক্ষী হয়েছিলাম আমরা। যার শেষটা হয়েছিল বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। যেটা আমরা সকলে মনেপ্রাণে চেয়েছিলাম।'
advertisement
3/5
এছাড়াও মেসি লিখেছেন, 'চ্যাম্পিয়ন হওয়ার পর সবকিছু সহজ হয়ে যায়। কিন্তু ওই সময়টা কী গিয়েছিল আমরা জানি। তারপরও কী সুন্দর একটা মাস কাটিয়েছিলাম আমরা। আমি আমার সতীর্থদের খুব মিস করি। দিনের পর দিন তাদের সঙ্গে সময় কাটানো, জিমে যাওয়া, বিভিন্ন বিষয়ে আলাপচারিতা, সবকিছুই মিস করি।'
advertisement
4/5
নিজের অভিজ্ঞতা জানিয়ে মেসি আরও লেখেন, স্টেডিয়ামে যাওয়া স্টেডিয়ামের দর্শকদের ও আর্জেন্টাইন ফ্যানেদের উন্মাদনা সাক্ষী হওয়াও কত সুন্দর অভিজ্ঞতা। একইসঙ্গে নিজের পরিবারের সকলকে একসঙ্গে খুশি দেখতে পারাটা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হয়ে থাকবে।
advertisement
5/5
শেষে ভগবানকে ধন্যবাদ জানাতেও ভোলেননি মেসি। তিনি লেখেন,'ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমি জানতাম সে আমাকে একদিন এটা দেবেই। আমি তার জন্য খুব খুশি। তবে যেটা আমি ভাবতে পারিনি সেটা হল বিশ্বকাপ জয়ের পরের অভিজ্ঞতা। আমি স্বপ্নেও ভাবিনি যে মানুষ এমন উৎসবে মত্ত হতে পারে।'