Team India new sponsor: ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর অ্যাপোলো টায়ার্স! জানেন ম্যাচ পিছু কত টাকা করে পাবে বিসিসিআই?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Team India new sponsor: ভারতীয় দলের নতুন স্পন্সর হওয়ার পথে ভারতীয় সংস্থা অ্যাপোলো টায়ারস। বিসিসিআই সূত্রের খবর, ড্রিম ১১-র জায়গায় এবার দেখা যাবে অ্যাপোলো টায়ারসের নাম। (সরকারি ঘোষণা এখনও হয়নি)
advertisement
1/5

ভারতীয় দলের নতুন স্পন্সর হওয়ার পথে ভারতীয় সংস্থা অ্যাপোলো টায়ারস। বিসিসিআই সূত্রের খবর, ড্রিম ১১-র জায়গায় এবার দেখা যাবে অ্যাপোলো টায়ারসের নাম। (সরকারি ঘোষণা এখনও হয়নি)
advertisement
2/5
নতুন স্পনসর হিসেবে ওই সংস্থা বিসিসিআইকে ম্যাচ পিছু ৪.৫ কোটি টাকা দেবে। ড্রিম ১১ দিত ম্যাচ পিছু ৪ কোটি টাকা।
advertisement
3/5
২০২৭ সাল পর্যন্ত নতুন স্পনসরের সঙ্গে চুক্তি। এই সময়কালের ভারতীয় দলের ১৩০টি ম্যাচ থাকবে। খবর অনুযায়ী, ক্যানভা ও জেকে টায়ারও ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার দৌড়ে ছিল।
advertisement
4/5
বিরলা অপ্টাস পেন্টস বিনিয়োগ করতে রাজি ছিল বলে খবর, যদিও শেষ পর্যন্ত নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। ২ সেপ্টেম্বর থেকে দরপত্র গ্রহণ করা শুরু হয়েছিল। ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবারই তা শেষ হয়।
advertisement
5/5
'দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল' পাশ হওয়ায় ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি বাতিল করতে বোর্ডকে।