শুধু কপিল-ধোনি-রোহিত নয়, টিম ইন্ডিয়াকে আইসিসি ট্রফি জিতিয়েছেন আরও এক অধিনায়ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India: শুধু মাত্র কপিল দেব, এমএস ধোনি এবং রোহিত শর্মা নয়। আরও একজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রয়েছে যিনি আইসিসি ট্রফি জিতেছেন।
advertisement
1/6

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে কেটেছে ভারতের আইসিসি ট্রফি জয়ের খরা। ১৩ বছর পর ভারতের ঘরে এসেছে আইসিসি ট্রফি। রোহিত শর্মার নেতৃত্বে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বজয় করে টিম ইন্ডিয়া।
advertisement
2/6
ক্রিকেটে দেশকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ দিয়েছিলেন কপিল দেব। ২৪ বছর পর ফের সেই স্বপ্নপূরণ করেন এমএস ধোনি। এবার টি-২০ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে কপিল দেব ও এমএস ধোনির সঙ্গে একই আসনে নাম লিখিয়েছেন রোহিত শর্মা।
advertisement
3/6
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেটাই ছিল ভারতের প্রথম আইসিসি ট্রফি জয়। বিশ্বের দরবারে ভারতের বিজয় পতাকা উড়িয়েছিল কপিল দেবের দল।
advertisement
4/6
এরপর ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জয়, ২০১১ সালে দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জয় ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। এই তিনটি ট্রফিই এমএস ধোনির নেতৃত্বে জেতে টিম ইন্ডিয়া।
advertisement
5/6
তবে আরও একজন ভারত অধিনায়ক রয়েছেন যার নেতৃত্বে ভারতীয় দল আইসিসি ট্রফি জিতেছে। তিনি আর অন্য কেউ নন প্রাক্তন ভারত অধিনায়ক বাংলার গর্ব সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
6/6
২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টির জন্য ২ দিনেও পুরো করা সম্ভব হয়নি। যদিও ভারতের জয়ের সম্ভাবনা প্রবল ছিল। বৃষ্টির কারণে খেলা না হওয়ার দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সৌরভের নেতৃত্বে যুগ্ম বিজয়ী হয়েছিল ভারত।