Chakdah Xpress: কিছুতেই ঝুলন গোস্বামী হয়ে উঠতে পারছেন না! অনুষ্কা শর্মার সেলফি বলছে মনের কথা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Chakdah Xpress: পর্দায় হলেও ঝুলন গোস্বামী হয়ে ওঠা সহজ নয়। হাড়ে হাড়ে টের পাচ্ছেন অনুষ্কা।
advertisement
1/6

কিছুতেই তিনি ঝুলন গোস্বামী হয়ে উঠতে পারছেন না। পর্দায় তাঁকে ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে। আর তার জন্য হাড়ভাঙা পরিশ্রম করছেন অনুষ্কা শর্মা।
advertisement
2/6
ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেস-এ অভিনয় করবেন অনুষ্কা। ঝুলনের মতো নিজেকে গড়ে তুলতে তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন।
advertisement
3/6
শুটিং-এর মাঝে এদিন একটি সেলফি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ছোটবেলায় যদি একটু ক্রিকেট খেলতাম তা হলে আজ পরিস্থিতি হয়তো এতটা কঠিন হত না।
advertisement
4/6
পর্দায় হলেও ঝুলন গোস্বামী হয়ে ওঠা সহজ নয়। সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অনুষ্কা শর্মা। ঝুলনের মতো ক্রিকেটারের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার কাজটাও বেশ কঠিন।
advertisement
5/6
অনুষ্কা জানিয়েছিলেন, চাকদহ্ এক্সপ্রেস-এর শুটিং-এর মাঝে বিরাট কোহলির থেকে তিনি ক্রিকেট সংক্রান্ত টিপস পান।
advertisement
6/6
অনুষ্কা বলেছিলেন, ঝুলন যে সময় ক্রিকেট মাঠে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, তখন এদেশে মেয়েরা মাঠে খেলা দেখতে যাওয়ার আগেও দুবার ভাবত।