TRENDING:

বিরাটের আগে অনুষ্কার 'প্রেমিক'! ইনিও ভারতীয় দলের ক্রিকেটার, অবাক করা নাম

Last Updated:
Anushka Sharma-Suresh Raina relation- এই নিয়ে সুরেশ রায়নাকে প্রশ্নও করেন সাংবাদিকরা। তিনি বলেন, এটা ঠিক যে আমার আর অনুষ্কার লন্ডনে দেখা হয়েছিল। তবে যা রটছে তা ঠিক নয়।
advertisement
1/6
বিরাটের আগে অনুষ্কার 'প্রেমিক'! ইনিও ভারতীয় দলের ক্রিকেটার, অবাক করা নাম
বিরাট কোহলির আগে অনুষ্কা শর্মার একাধিক চর্চিত প্রেমিকের কথা শোনা যায়। জানা যায়, রণবীর সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। তবে আজ আমরা তাঁর এমন এক চর্চিত প্রেমিকের কথা বলব, যাঁর সঙ্গে অনুষ্কার সম্পর্কের কথা খুব কম শোনা যায়।
advertisement
2/6
ক্রিকেট আর বলিউডের সম্পর্ক অনেকদিনের। তা সে শর্মিলা-পতৌদি হোক বা আজহার-সঙ্গীতা বিজলানি বা বিরাট-অনুষ্কা! এই তালিকা বেশ বড়। তবে অনেকে জানেন না, বিরাট কোহলির আগে এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের অবকাশ হয়েছিল অনুষ্কার।
advertisement
3/6
সেই নামটা শুনলে আপনাদেরও হয়তো অবিশ্বাস হবে! তবে সূত্র মারফত জানা যায়, একটা সময় সুরেশ রায়না সঙ্গে অনুষ্কার প্রেমের সম্পর্কের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এই খবর কখনওই সেভাবে প্রকাশ পায়নি।
advertisement
4/6
সেই ক্রিকেটারের নাম সুরেশ রায়না। ২০১২ সাল নাগাদ লন্ডনে দুজনের দেখা। অনুষ্কা তখন শুটিংয়ে, রায়না ভারতীয় দলের সঙ্গে সফরে। জানা যায়, দেশে ফেরার পরও নাকি দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।
advertisement
5/6
এই নিয়ে সুরেশ রায়নাকে প্রশ্নও করেন সাংবাদিকরা। তিনি বলেন, এটা ঠিক যে আমার আর অনুষ্কার লন্ডনে দেখা হয়েছিল। তবে যা রটছে তা ঠিক নয়। আমি তো ওকে ভালভাবে চিনিও না। আমি কোনও অভিনেত্রীকে জীবনসঙ্গীনি হিসেবে চাই না।
advertisement
6/6
২০১৩ সালে একবার সুরেশ রায়না বলে ফেলেন, ইয়ে নয়ি বন্দি অনুষ্কা অচ্ছি হ্যায়। তার পর থেকে জল্পনা আরও বাড়তে থাকে। ২০১৫ সালে সুরেশ রায়না বিয়ে করেন প্রিয়াঙ্কাকে। তবে রায়নার বিয়েতে কোহলি বা অনুষ্কা কেউই যাননি।
বাংলা খবর/ছবি/খেলা/
বিরাটের আগে অনুষ্কার 'প্রেমিক'! ইনিও ভারতীয় দলের ক্রিকেটার, অবাক করা নাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল