এক ইনিংসে ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার, তৈরি করলেন নতুন ইতিহাস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Anshul Kamboj Takes 10 Wickets: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে একমাত্র বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে অনিল কুম্বলের। এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আরও এক ভারতীয় বোলার।
advertisement
1/5

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে একমাত্র বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে অনিল কুম্বলের। এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আরও এক ভারতীয় বোলার।
advertisement
2/5
তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, রনজি ট্রফিকে এক ইনিংসের ১০ উইকেট নিলেন তরুণ ভারতীয় পেসার অংশুল কাম্বোজ। কেরলের বিরুদ্ধে রনজি ট্রফির এলিট-সি গ্রুপের ম্যাচে এই কৃতিত্ব গড়লেন হরিয়ানার পেসার।
advertisement
3/5
রোহতকে মুখোমুখি হয়েছে হরিয়ানা ও কেরল। রোহতকের উইকেট বরাবরই পেসারদের বাড়তি সাহায্য দিয়ে থাকে। এদিনও টস জিতে কেরলকে ব্যাটিং করতে পাঠায় হরিয়ানা। তারপর গোটা প্রথম ইনিংসে অংশুল কাম্বোজ শো।
advertisement
4/5
কেরল প্রথম ইনিংসে ২৯১ রানে অল-আউট হয়। তারা সাকুল্যে ১১৬.১ ওভার ব্যাট করে। তবে অংশুল কাম্বোজের বোলিংয়ের কোনও জবাব ছিল না কেরলের ব্যাটারদের কাছে।
advertisement
5/5
রনজি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট দখল করেন কাম্বোজ। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন প্রেমাংশু চট্টোপাধ্যায় ও প্রদীপ সুন্দরম।