বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের আরেক তারকা! খুশির খবর আইপিএলের মাঝে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KL Rahul: সুনীল শেঠি একটি রিয়্যালিটি শো-এর বিচারক। তিনি সেই শো চলাকালীন বড়সড় ইঙ্গিত দিয়ে গেলেন। সেটা শুনলে আপনিও বুঝতে পারবেন, কেন এমন জল্পনা ছড়াল। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেলেন, তাঁর মেয়ে আথিয়া শীঘ্রই মা হতে চলেছেন!
advertisement
1/6

বাবা হতে চলেছেন কে এল রাহুল। বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে বিয়ের বছর ঘোরেনি। এরই মধ্যে কি কে এল রাহুলের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে!
advertisement
2/6
২০২৩ সালে বিয়ে করেছেন কে এল ও আথিয়া। গত বছর জানুয়ারি মাসে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আর এরই মধ্যে তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন নিয়ে জল্পনা।
advertisement
3/6
আসলে আথিয়ার বাবা সুনীল শেঠি জল্পনা উস্কে দিয়েছেন। তিনি এমন এক কথা বললেন যে অনেকেই সেটাকে ইঙ্গিত হিসেবে ধরছেন।
advertisement
4/6
সুনীল শেঠি একটি রিয়্যালিটি শো-এর বিচারক। তিনি সেই শো চলাকালীন বড়সড় ইঙ্গিত দিয়ে গেলেন। সেটা শুনলে আপনিও বুঝতে পারবেন, কেন এমন জল্পনা ছড়াল।
advertisement
5/6
সুনীল শেঠিকে সঞ্চালিকা ভারতী সিং প্রশ্ন করেছিলেন, দাদু হিসেবে আপনি কেমন হবেন! তখনই সুনীল শেঠি ইঙ্গিতে বুঝিয়ে দেন, তিনি শীঘ্রই দাদু হতে চলেছেন।
advertisement
6/6
সুনীল শেঠি উত্তরে বলেন, পরের মরশুমে আমি যখন এখানে আসব তখন হয়তো দাদু হিসেবেই মঞ্চে উঠব। এই কথাতেই যাবতীয় জল্পনা উস্কে গিয়েছে।