সোশ্যাল মিডিয়ার 'কুইন' রাসেলের স্ত্রী, আবেদনে ঘুম উড়িয়ে দেন বহু পুরুষের
- Published by:Suman Majumder
Last Updated:
Andre Rusell wife: কেকেআর তারকা রাসেলের স্ত্রী। এমন সুন্দরী বলিউডেও কম দেখা যায়! দেখুন ছবি।
advertisement
1/6

জেসিম লরা। সোশ্যল মিডিয়ায়আন্দ্রে রাসেলের স্ত্রীর ছবি পোস্ট হলেই ইন্টারনেটে হিট।
advertisement
2/6
জেসিম লরা পেশায় মডেল। অসাধারণ সুন্দরী তিনি। ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি।
advertisement
3/6
রাসেল ও লরার বিয়ে হয়েছিল ২০১৬ সালে। এক মেয়ের মা হওয়ার পরও তাঁর আবেদন এতটুকু কমেনি।
advertisement
4/6
আইপিএল চলাকালীন বেশ কয়েকবার তাঁকে স্টেডিয়ামে দেখা গিয়েছিল। স্বামী রাসেলকে সমর্থনের জন্য তিনি মাঠে আসেন।
advertisement
5/6
মডেলিং-এর পাশাপাশি সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করেন জেসিম লরা।
advertisement
6/6
২০১১ সালে রাসেলের সঙ্গে প্রথমবার দেখা হয় জেসিম লরার। ১৯ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন তিনি।