TRENDING:

Andre Russell Creates History: টিম ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্ত বদলে দিল সব, রাসেল ইডেনে করলেন এমন রেকর্ড যা কারোর নেই

Last Updated:
Andre Russell Creates History: রাসেলের দুরন্ত পারফরম্যান্স ছিটকে গেল সমালোচকরা, গড়লেন ‘বেনজির নজির’
advertisement
1/6
ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্ত বদলে দিল সব, রাসেল ইডেনে করলেন এমন রেকর্ড যা কারোর নেই
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগে আন্দ্রে রাসেলের কেকেআর জার্সিতে এ মরশুমে রান ছিল মাত্র ৭২৷ রোজই নিন্দুকরা তাঁকে বাদ দিয়ে দল গড়ার আশা করছিলেন৷ আশঙ্কা হয়ত কিছুটা ছুঁয়েছিল মাসেল রাসলকও৷ কিন্তু নাইট ম্যানেজমেন্ট তাঁদের দীর্ঘ যুদ্ধের সৈনিকের ওপর আস্থা হারায়নি৷ বরং রবিবার ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে তাঁর ব্যাটিং অর্ডার বদলে তাঁকে ওপরে খেলানোর সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানেরা৷
advertisement
2/6
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রবিবার কেকেআর ফ্যানদের পয়সা উসুল এন্টারটেনমেন্ট দিয়ে দেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার৷ হাতে সাত ওভার আছে এই জায়গায় ব্যাট করতে নামেন তিনি৷ প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন তিনি৷ কিন্তু এরপরেই খেলা ঘুরে যায়৷ ২৫ বলে ৫৭ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ৬ টি ছক্কা দিয়ে৷ তাঁর ধামাকা ব্যাটে ভর দিয়েই কেকেআর ২০৬ রান করে৷ Photo- AFP
advertisement
3/6
এদিনের তাঁর ইনিংসের ফলে ইডেনের ঐতিহাসিক মাঠে এক নতুন ইনিংস তৈরি করলেন এর আগে শুধুমাত্র গৌতম গম্ভীর ও রবিন উত্থাপ্পার ছিল ইডেনের মাঠে ১০০০ রান৷ তিনি তৃতীয় ক্রিকেটার হিসেবে এবং প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড তৈরি করে ফেললেন৷
advertisement
4/6
আইপিএলের ইতিহাসে তিনি ১৮তম ক্রিকেটার যিনি একটি ভ্যেনুতে ১০০০ রানের মাইলস্টোন পেরোলেন৷ এদিকে এর পাশাপাশি টি টোয়েন্টিতে একটি ভ্যেনুতে সেরা স্ট্রাইক রেটে ১০০০ রান করার কৃতিত্বে সকলেক ছাপিয়ে গেলেন আন্দ্রে রাসেল৷
advertisement
5/6
৪২ ইনিংসে ১৮৮.৬৪ স্ট্রাইক রেটে ১০৪৭ রান করেছেন কেকেআরের মাসেল রাসেল৷ তাঁর পরে এই তালিকার দু নম্বর ও তিন নম্বরে রয়েছেন অ্যারন ফিঞ্চ ও ঋষভ পন্থ৷  আইপিএলেও সেরা সেরা স্ট্রাইক রেটে একটি ভ্যেনুতে ১০০০ রানের কৃতিত্বও রাসেলেরই দখলে হল৷
advertisement
6/6
আন্দ্রে রাসেল আইপিএলে ২০১২-২০১৩ তে দিল্লি ডেয়ারডেভিলসে খেলতেন তারপর থেকে লাগাতার কেকেআরের জার্সি গায়েই খেলছেন৷ এ মরশুমে সেভাবে ছন্দের ধারেকাছে না থাকলেও টিম ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্তে বদলে গেলেন তিনি, লাভবান হল কেকেআর৷
বাংলা খবর/ছবি/খেলা/
Andre Russell Creates History: টিম ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্ত বদলে দিল সব, রাসেল ইডেনে করলেন এমন রেকর্ড যা কারোর নেই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল