Andre Russell Creates History: টিম ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্ত বদলে দিল সব, রাসেল ইডেনে করলেন এমন রেকর্ড যা কারোর নেই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Andre Russell Creates History: রাসেলের দুরন্ত পারফরম্যান্স ছিটকে গেল সমালোচকরা, গড়লেন ‘বেনজির নজির’
advertisement
1/6

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগে আন্দ্রে রাসেলের কেকেআর জার্সিতে এ মরশুমে রান ছিল মাত্র ৭২৷ রোজই নিন্দুকরা তাঁকে বাদ দিয়ে দল গড়ার আশা করছিলেন৷ আশঙ্কা হয়ত কিছুটা ছুঁয়েছিল মাসেল রাসলকও৷ কিন্তু নাইট ম্যানেজমেন্ট তাঁদের দীর্ঘ যুদ্ধের সৈনিকের ওপর আস্থা হারায়নি৷ বরং রবিবার ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে তাঁর ব্যাটিং অর্ডার বদলে তাঁকে ওপরে খেলানোর সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানেরা৷
advertisement
2/6
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রবিবার কেকেআর ফ্যানদের পয়সা উসুল এন্টারটেনমেন্ট দিয়ে দেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার৷ হাতে সাত ওভার আছে এই জায়গায় ব্যাট করতে নামেন তিনি৷ প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন তিনি৷ কিন্তু এরপরেই খেলা ঘুরে যায়৷ ২৫ বলে ৫৭ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ৬ টি ছক্কা দিয়ে৷ তাঁর ধামাকা ব্যাটে ভর দিয়েই কেকেআর ২০৬ রান করে৷ Photo- AFP
advertisement
3/6
এদিনের তাঁর ইনিংসের ফলে ইডেনের ঐতিহাসিক মাঠে এক নতুন ইনিংস তৈরি করলেন এর আগে শুধুমাত্র গৌতম গম্ভীর ও রবিন উত্থাপ্পার ছিল ইডেনের মাঠে ১০০০ রান৷ তিনি তৃতীয় ক্রিকেটার হিসেবে এবং প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড তৈরি করে ফেললেন৷
advertisement
4/6
আইপিএলের ইতিহাসে তিনি ১৮তম ক্রিকেটার যিনি একটি ভ্যেনুতে ১০০০ রানের মাইলস্টোন পেরোলেন৷ এদিকে এর পাশাপাশি টি টোয়েন্টিতে একটি ভ্যেনুতে সেরা স্ট্রাইক রেটে ১০০০ রান করার কৃতিত্বে সকলেক ছাপিয়ে গেলেন আন্দ্রে রাসেল৷
advertisement
5/6
৪২ ইনিংসে ১৮৮.৬৪ স্ট্রাইক রেটে ১০৪৭ রান করেছেন কেকেআরের মাসেল রাসেল৷ তাঁর পরে এই তালিকার দু নম্বর ও তিন নম্বরে রয়েছেন অ্যারন ফিঞ্চ ও ঋষভ পন্থ৷ আইপিএলেও সেরা সেরা স্ট্রাইক রেটে একটি ভ্যেনুতে ১০০০ রানের কৃতিত্বও রাসেলেরই দখলে হল৷
advertisement
6/6
আন্দ্রে রাসেল আইপিএলে ২০১২-২০১৩ তে দিল্লি ডেয়ারডেভিলসে খেলতেন তারপর থেকে লাগাতার কেকেআরের জার্সি গায়েই খেলছেন৷ এ মরশুমে সেভাবে ছন্দের ধারেকাছে না থাকলেও টিম ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্তে বদলে গেলেন তিনি, লাভবান হল কেকেআর৷